• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

মামলা হওয়া বিরক্তিকর

জুলাই আন্দোলনেও জড়িত ছিলেন ইরেশ যাকের

   ২৮ এপ্রিল ২০২৫, ০২:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।‎ গত ২০ এপ্রিল নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। ওইদিন আদালত তার জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জকে নিয়মিত মামলা হিসেবে নেয়ার নির্দেশ দেন।  

ইরেশ যাকের বিরুদ্ধে মামলা হওয়ায় বিনোদন অঙ্গনের অনেক তারকারাই কথা বলছেন। অন্যদিকে, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী সোমবার (২৮ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময় ইরেশ যাকেরের মামলার বিষয়টি উঠে আসে। 

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ইরেশ যাকের প্রসঙ্গে বলেন, এখন নিজে সরকারের অংশ; অ্যাক্টিভিসস্ট নই। যে কারণে কথা কম বলে কাজ বেশি করতে হবে। ইরেশ যাকেরকে ব্যক্তিগতভাবে চিনি। জানি, তিনি জুলাইয়ের আন্দোলনেও জড়িত ছিলেন। ফলে এটি ডিপলি ট্রাবলিং, ডিপল ডিস্টার্বিং।

তিনি ইরেশ যাকেরের বিরুদ্ধে করা মামলার বিষয়ে বলেন, মামলা করেছেন একজন ব্যক্তি। এটি রাষ্ট্রপক্ষ কিংবা সরকারের দেয়া মামলা না। এখন মামলা করার স্বাধীনতা পেয়েছি সবাই। কেউ কেউ এটার অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটির সঠিক তদন্ত করে, যেটি সত্য সেটির পক্ষে থাকবে আর যেটি মিথ্যা সেটি বাতিল করে দেবে।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, দেশের ভাবমূর্তি উজ্জল করে এমন উদ্যোগের পাশে থাকবে সংস্কৃতি মন্ত্রণালয়। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে প্রথমবারের মতো সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশী চলচ্চিত্র ‘আলী’। বাংলাদেশে চলচ্চিত্রের সঙ্গে জড়িত সবাই নিজেদের প্রচেষ্টায় অনেক দূরে যায়। তাদের সরকার তেমন সহযোগিতা করতে পারেনা।

তিনি বলেন, ধন্যবাদটা অন্তত সরকারের দেয়া উচিত। সঙ্গে সঙ্গে সরকার কিছু করতে চায়। কান উৎসবে আমন্ত্রণ পাওয়া ৯ জনের আসা যাওয়ার খরচ সরকার দেবে। মূল ভুমিকার থাকা আলীর (আসল নাম আলামিন) আসা-যাওয়ার খরচ বেসরকারিভাবে ব্যবস্থা করে দেয়া হবে।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, দেশের ভাবমূর্তি উজ্জল করে এমন উদ্যোগের পাশে থাকবে সংস্কৃতি মন্ত্রণালয়। আশা করি পরবর্তীতে যারা সরকারে আসবে তারাও শাল্পিদের অর্জনকে মূল্যায়িত করবেন।

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা করার ফলে স্বীকৃতি ধরে রাখতে যদি আবার ইউনেস্কোর কাছে আবেদন করতে হয়, তা ঢাকা বিশ্ববিদ্যালয় করবে জানিয়ে । নাম পরিবর্তন যেমন তাদের সিদ্ধান্ত, পরিবর্তী পদক্ষেপের সিদ্ধান্তও তারাই নিবেন। তবে এক্টা কথা বলতে পারি, এবার সব জাতি-গোষ্ঠীর অংশগ্রহনে এবার যেভাবে পহেলা বৈশাখ উদযাপন হয়েছে তা বর্ণনাতীত বলে উল্লেখ করেন সংস্কৃতি উপদেষ্টা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অমর একুশে বইমেলা স্থগিত
অমর একুশে বইমেলা স্থগিত
শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
ঢাকা মহানগরের অধিকাংশই মন্দির ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকা মহানগরের অধিকাংশই মন্দির ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার