কুড়িগ্রামে কাল বৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি


কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম শহরে শনিবার (২৬ এপ্রিল) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে শুরু হওয়া ভয়াবহ ঝড়ে শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। প্রবল গতিতে বয়ে যাওয়া ঝড়ে (ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে) কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের জানালার ৫ম তলার ও ষষ্ঠ তলার গ্লাস ভেঙ্গে পড়েছে, অল্পের জন্য প্রাণে রক্ষা পান নিচে থাকা রোগীর স্বজনেরা।
এছাড়া, শহরের অন্যতম সামাজিক সংগঠন জেলা টাউন ক্লাবেরও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে শহরের বিভিন্ন রাস্তায় গাছপালা উপড়ে পড়ে, ফলে যান চলাচল ব্যাহত হয় এবং জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে।
স্থানীয়রা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে এরকম ভয়াবহ ঝড় তারা দেখেননি। ঘরের টিনের ছাউনি উড়ে যাওয়া, বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়া এবং বেশ কিছু স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ঝড়ের পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার কাজে মাঠে নেমেছে। জেলার প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করা হচ্ছে।
ভিওডি বাংলা/এস
আগামীকাল মোঃ ইসমাইল হোসেন এর ১১ম মৃত্যুবার্ষিকী
গাজীপুর জেলার শ্রীপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসমাইল হোসেন এর ১১ম …

করিমগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩২
কিশোরগঞ্জের করিমগঞ্জে চলন্ত মোটরসাইকেলের চাকা থেকে শরীরে কাঁদা ছিটে যাওয়াকে …

ফ্রেন্ডশিপ সোসাইটি বাঁশখালী পৌরসভার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
চট্টগ্রামের বাঁশখালীতে ফ্রেন্ডশিপ সোসাইটি পৌরসভার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
…