• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

স্থগিত হলো বাজেটের ১০ শতাংশ ব্যাংকে রাখার নিয়ম

   ২৫ এপ্রিল ২০২৫, ০৬:০৪ পি.এম.

বিনোদন প্রতিবেদক

চলচ্চিত্রে সরকারি অনুদানের নতুন নীতিমালার ৬.৫ ধারায় অনুদানের জন্য আবেদনকারীর ব্যাংক হিসাবে সিনেমার প্রস্তাবিত বাজেটের ১০ শতাংশ জমা রাখার কথা বলা হয়েছিল। ২১ এপ্রিল ১১৯ জন চলচ্চিত্র নির্মাতা ও কর্মী এর প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন। এর পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত বাজেটের ১০ শতাংশ ব্যাংকে রাখার নিয়ম স্থগিত করে ২৩ এপ্রিল প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সিনিয়র সহকারী সচিব মোছা. শারমিন আখতারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের প্রকাশিত বিজ্ঞপ্তির ৮(ঘ) নং শর্তে বর্ণিত প্রযোজকের আর্থিক সক্ষমতা, অর্থাৎ প্রস্তাবিত বাজেটের কমপক্ষে শতকরা ১০ ভাগ অর্থ তাঁর ব্যাংক হিসাবে জমা আছে মর্মে প্রত্যয়নপত্র দাখিলের প্রয়োজন নেই। এ ছাড়া অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।’

২১ এপ্রিল চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ ২০২৪-এর কমিউনিকেশন উইংয়ের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে চলচ্চিত্র নির্মাতা ও কর্মীরা জানান, একজন ক্ষুদ্র জনগোষ্ঠীর নির্মাতা, তরুণ, নবীন কিংবা প্রান্তিক নির্মাতার পক্ষে এই আর্থিক প্রমাণপত্র জমা দেওয়া প্রায় অসম্ভব। প্রতিভাবান অনেক নির্মাতা চমৎকার চিত্রনাট্য থাকা সত্ত্বেও অর্থের অভাবে অনুদানের আবেদন করতে পারছেন না।

প্রজ্ঞাপনে উপরিউক্ত নিয়ম তুলে নেওয়ার পাশাপাশি বাড়ানো হয়েছে সরকারি অনুদানে চলচ্চিত্রের জন্য কাহিনি ও চিত্রনাট্য জমা দেওয়ার সময়। পূর্বঘোষণা অনুযায়ী ২২ এপ্রিল ছিল কাহিনি ও চিত্রনাট্য জমা দেওয়ার শেষ তারিখ। নতুন করে প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, অনুদানের জন্য কাহিনি ও চিত্রনাট্য জমা দেওয়া যাবে ২৭ এপ্রিল পর্যন্ত। ২০২8-২৫ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য সর্বোচ্চ ১২ ও স্বল্পদৈর্ঘ্য সর্বোচ্চ ২০টি মিলিয়ে মোট ৩২ চলচ্চিত্রকে অনুদান দেওয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লতা মঙ্গেশকর: বাংলাদেশের প্রতি ছিল বিশেষ টান
লতা মঙ্গেশকর: বাংলাদেশের প্রতি ছিল বিশেষ টান
অস্কারে যাচ্ছে বাংলাদেশের ‘বাড়ির নাম শাহানা’
অস্কারে যাচ্ছে বাংলাদেশের ‘বাড়ির নাম শাহানা’
“গাজায় চলছে গণহত্যা: সান সেবাস্তিয়ানে জেনিফার লরেন্স”
“গাজায় চলছে গণহত্যা: সান সেবাস্তিয়ানে জেনিফার লরেন্স”