কুড়িগ্রামে
পুলিশের বিশেষ অভিযানে আ. লীগের ৩১ নেতাকর্মী গ্রেপ্তার


কুড়িগ্রাম প্রতিনিধি
নাশকতা বিরোধী' বিশেষ অভিযানে কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় আওয়ামী লীগের বিভিন্ন পদধারী ৩১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার আসামি।
সোমবার (২১ এপ্রিল) দুপুরের দিকে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলা পুলিশের 'নাশকতা বিরোধী' বিশেষ অভিযানে রোববার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত) আওয়ামী লীগের ৩১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে সদর থানায় সাতজন, রাজারহাট থানায় দুইজন, উলিপুর থানায় তিনজন, নাগেশ্বরী থানায় একজন।
এছাড়াও ফুলবাড়ী থানায় চারজন, ভূরুঙ্গামারী থানায় পাঁচজন, চিলমারী থানায় দুইজন, রাজিবপুর থানায় দুইজন, রৌমারী থানায় একজন, কচাকাটা থানায় দুইজন ও ঢুষমারা থানায় দুইজন সহ গত ২৪ ঘন্টায় জেলায় আওয়ামী লীগের বিভিন্ন পদধারি মোট ৩১ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বলেন, 'চলমান নাশকতা বিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের মোট ৩১ জন ফ্যাসিস্টকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এই অভিযান নিয়মিত চলমান থাকবে।
ভিওডি বাংলা/মোঃ মশিউর রহমান বিপুল/এম
অটোরিকশায় মিলল ১০ কেজি গাঁজা, গ্রেপ্তার ২
পলাশবাড়ী উপজেলায় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ১০ কেজি গাঁজা জব্দ …

আরআই পুলিশ লাইন্স জাফর মোল্লাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
“আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি ” এই প্রতিপাদ্যকে …

ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই কৃষক পরিবারের সর্বস্ব পুড়ে ছাই …
