• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মুরাদনগর

আ.লীগকে পুনঃপ্রতিষ্ঠা করতে দেওয়া হবে না : কায়কোবাদ

   ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৬ পি.এম.

কুমিল্লা প্রতিনিধিঃ 

দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন চায় বিএনপি। সেটি ডিসেম্বর মধ্যেই আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

শনিবার (১৯ এপ্রিল) কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা হায়দরাবাদ সামসুল হক কলেজ মাঠে আন্দিকুট ইউনিয়ন বিএনপির জনসভায় এ আহ্বান জানান তিনি।

কায়কোবাদ বলেন, মুরাদনগরে আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। অনেকে এ উপজেলায় আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন। যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন, নির্বাচনের পর কোথায় যাবেন আপনারা।

তিনি আরও বলেন, ছাত্রদের নামে অনেকেই উচ্ছৃঙ্খল আচরণ করছে। যারা প্রকৃত ছাত্র তারা কখনোই উচ্ছৃঙ্খল আচরণ করতে পারে না। নতুন পার্টি করা ব্যক্তিরা যদি নির্বাচন করতে চান সুষ্ঠু ও সুন্দরভাবে করেন। আমি যদি নির্বাচন করি তাদের প্রার্থীকে মঞ্চে তুলে কথা বলার সুযোগ দেব।

মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগ সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান ও মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুঁইয়াসহ দলের নেতারা।

জনসভায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল নামে। ব্যানার-ফেস্টুন নিয়ে দুপুর থেকে সমাবেশস্থলে আসতে শুরু করে হাজারও নারী-পুরুষ। স্লোগানে স্লোগানে মুখরিত হয় চারপাশ।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেত্রকোণায় ১১০বোতল ভারতীয় মদসহ আটক ২
নেত্রকোণায় ১১০বোতল ভারতীয় মদসহ আটক ২
নতুন বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম-আমিনুর ইসলাম
নতুন বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম-আমিনুর ইসলাম
বিএনপি কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিককে হত্যার অভিযোগ
বিএনপি কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিককে হত্যার অভিযোগ