বিএনপি নেতা
হাতুড়িপেটার ঘটনায় জামায়াত নেতা গ্রেপ্তার


সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদকে হাতুড়িপেটার ঘটনায় জামায়াত নেতা হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে সেনাবাহিনী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। হাফিজুর পৌর জামায়াতের প্রচার সম্পাদক।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, হামলার ঘটনায় হাফিজুরকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন পৌর বিএনপির আহ্বায়ক ও আহত আজাদের ভাই আব্দুর রাজ্জাক। গ্রেপ্তার হাফিজুরকে আদালতের মাধ্যমে শনিবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
শুক্রবার দুপুরে জুমার পর থানার গেটের সামনে দাড়িয়ে ছিলেন বিএনপি নেতা আজাদ। এ সময় তার ওপরে হামলার ঘটনার ঘটে। চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।
এদিকে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির নেতাকর্মীরা। মিছিলে শেষে শনিবার দুপুরে উল্লাপাড়ায় শহীদ মিনার চত্বরে সমাবেশ করেন তারা। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপি সমর্থক সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি, জেলা বিএনপিরসহ সভাপতি কে এম শরফউদ্দিন মঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাবলু, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাকসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ভিওডি বাংলা/এম
দোকান মালিককে হত্যার ঘটনায় বিএনপির ৫ জন বহিষ্কার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) নামের …

কুমিল্লায় আসিফ ও কায়কোবাদ অনুসারীদের সংঘর্ষ, আহত ৬৫
কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা …

আ’ লীগ আমলে পাশের দেশের ব্যক্তিদের সঙ্গে গোপন চুক্তি হয়েছে- সি আর আবরার
আওয়ামী লীগ আমলে বিশেষ একটি দেশের প্রতিনিধিরা এসে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ …
