• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দলবল নিয়ে এলডিপিতে যোগ দিলেন হাসান সারওয়ার্দী

   ১৯ এপ্রিল ২০২৫, ০২:৫৩ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

সাবেক সামরিক কর্মকর্তা-আমলাসহ নানা শ্রেণি-পেশার কয়েক শ মানুষ নিয়ে বীর বিক্রম কর্নেল (অব.) অলি আহমদের লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপিতে) যোগ দিলেন লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী।

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তারা এলডিপিতে যোগ দেন।

এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদের হাতে ফুল দিয়ে এলডিপিতে যোগ দেন চৌধুরী হাসান সারওয়ার্দী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ। 

আলোচিত সেনা কর্মকর্তা লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীর বাড়ি চট্টগ্রাম জেলায়। তিনি জাতীয় প্রতিরক্ষা কলেজের সাবেক কমান্ড্যান্ট ছিলেন। আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রাইন কমান্ডের (এআরটিডিওসি) জিওসি হিসাবেও দায়িত্ব পালন করেন। 

সাভারে রানা প্লাজার উদ্ধার অভিযান পরিচালনায় সময় সারা দেশে ব্যাপক পরিচিতি পান চৌধুরী হাসান সারওয়ার্দী। দায়িত্ব পালন করেছেন পদাতিক ডিভিশনসহ সেনাসদরের নানা গুরুত্বপূর্ণ পদে। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির ব্যাটালিয়ন কমান্ডার, বাংলাদেশ রাইফেলসের পরিচালক অপারেশন ও বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা পরিদফতরে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গভীর রাতে মওলানা ভাসানীর মাজারে নাহিদ ইসলাম
গভীর রাতে মওলানা ভাসানীর মাজারে নাহিদ ইসলাম
এনসিপির ব্যানার ব্যবহার করে অনেকে চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন: হাসনাত
এনসিপির ব্যানার ব্যবহার করে অনেকে চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন: হাসনাত
ইসলামী আন্দোলনের প্রার্থী বাছাই শুরু
ইসলামী আন্দোলনের প্রার্থী বাছাই শুরু