কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের উদ্যোগে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত


কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: মোঃ এরশাদুল হক
কুড়িগ্রামে সদর থানা পুলিশের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা এবং যুব সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, আস্থা এবং সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই অ্যাডভোকেসি সভার আয়োজন করেছে ফ্রেন্ডশিপ সংস্থাটি।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম সদর থানার হল রুমে এই অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় যুব গোষ্ঠী, ফ্রেন্ডশিপ কমিউনিটি প্যারালিগ্যাল এবং পুলিশ প্রতিনিধিদের একত্রিত করে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করে এবং নৈতিক নেতৃত্ব এবং পরিষেবা প্রদানের মাধ্যমে একটি নিরাপদ, আরও অন্তর্ভুক্তিমূলক সম্প্রদায় গড়ে তোলার প্রত্যয়ে কাজ করছে ফ্রেন্ডশিপ।
বক্তব্যে আইনি অধিকার এবং দায়িত্ব, যুব-নির্দিষ্ট চ্যালেঞ্জ এবং পুলিশের জবাবদিহিতা এবং স্বচ্ছতা বৃদ্ধির কৌশলগুলির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর সবার আরো আন্তরিকতার প্রয়োজন।এছাড়া একটি নিরাপদ সম্প্রদায় তৈরিতে পুলিশের সাথে একসাথে কাজ করার আশা ব্যক্ত করেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ,ফ্রন্ডশীপ এর প্রকল্প ব্যবস্থাপক, সহকারী প্রকল্প ব্যবস্থাপকসহ প্রমুখ।
ভিওডি বাংলা/এম
আগামীকাল মোঃ ইসমাইল হোসেন এর ১১ম মৃত্যুবার্ষিকী
গাজীপুর জেলার শ্রীপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসমাইল হোসেন এর ১১ম …

করিমগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩২
কিশোরগঞ্জের করিমগঞ্জে চলন্ত মোটরসাইকেলের চাকা থেকে শরীরে কাঁদা ছিটে যাওয়াকে …

ফ্রেন্ডশিপ সোসাইটি বাঁশখালী পৌরসভার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
চট্টগ্রামের বাঁশখালীতে ফ্রেন্ডশিপ সোসাইটি পৌরসভার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
…