আমার জীবন থেকে রিয়া মনি বয়কট: হিরো আলম


বিনোদন ডেস্কঃ
আলোচিত ও সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা হিরো আলমের বাবা গতকাল মঙ্গলবার রাত ৯টায় মারা গেছেন। সামাজিকমাধ্যমের এক পোস্টে বাবার মৃত্যুর খবর জানিয়েছেন নিজেই।
দীর্ঘদিন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতার বাবা। এদিকে বাবার অসুস্থতার খবর জেনেও একবারও হাসপাতালে দেখতে আসেননি হিরো আলমের স্ত্রী রিয়া মনি। ক্ষোভ প্রকাশ করে এক পোস্টে তিনি লিখেছেন, আমার জীবন থেকে রিয়া মনি বয়কট।
হিরো আলম আক্ষেপ প্রকাশ করে পোস্টে লিখেছেন, ‘রিয়া মনি কে আমার জীবন থেকে বয়কট করলাম। আমার বাবা হাসপাতালে ভর্তি। সে (রিয়া মনি) আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচ গান করে বেড়াই। এমনকি তার পরিবারে কোনো সদস্য আমার বাবাকে দেখতে আসেনি। আমার বাবা বেঁচে থাকতে দেখতে আসলো না। তাহলে আমি পড়ে থাকলে সে কি করবে?’
কিছুদিনের মধ্যেই মডেল ও অভিনেত্রী রিয়ার আসল পরিচায় জানতে পারবেন। তাকে ভালো পথে আনার চেষ্ঠা করছিলেন জানিয়ে ওই পোস্টে তিনি লিখেছেন, ‘রিয়া মনি ঢাকা শহরে বিভিন্ন বারের ডান্সার। সেখান থেকে আমি একটা ভালো পথে আনার চেষ্টা করেছিলাম। কিন্তু ছেড়ে দেওয়া গরু কোনোদিন ঘরে বন্দি করে রাখা যায়? খুব শীঘ্রই বুঝতে পারবে সে কত খারাপ।’
ভিওডি বাংলা/এম
‘সুড়ঙ্গ ২’-শুটিংয়ের আগে নিশোর হাঁটুর অস্ত্রোপচার প্রয়োজন
জনপ্রিয় অভিনেতা আফরান নিশো বড় পর্দায় আত্মপ্রকাশ করেন নির্মাতা রায়হান …

ভক্তদের চোখে ‘বার্বি ডল’ রোজা আহমেদ
দেশীয় শোবিজ অঙ্গনের অন্যতম গ্ল্যামারাস মুখ রোজা আহমেদ। পেশায় মেকআপ …
