• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

মিথ্যা বলা

সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতায় আনার তাগিদ মিন্টুর

   ১৩ এপ্রিল ২০২৫, ০৮:৫৪ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

মিথ্যা বলার জন্য সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ব্যবসায়ী নেতা আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, শুধু রাজস্ব আহরণই নয় আগামীতে সরকারি কর্মকর্তাদের কাছে বাজেট ব্যায়ের হিসাবও নিতে হবে।

রোববার (১৩ এপ্রিল) ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘কেমন বাজেট চাই’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

২০২৫-২৬ অর্থ বছরের বাজেটকে সামনে রেখে বেসরকারি খাতের প্রত্যাশা নিয়ে এই আলোচনায় অংশ নেন বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা। বরাবরের মতোই তাদের অভিযোগ, যারা কর দেয় এনবিআর প্রতিবছরই তাদের ওপর শুল্ক বাড়ায় এবং কর্মকর্তারাও হয়রানি করেন, এছাড়া অবকাঠামো সমস্যা, বিদ্যুৎ ও জ্বালানী স্বল্পতাতো আছেই।

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন প্রতিবারই অবাস্তব এবং বড় বাজেট দেয়া হয়। এবং সেটা বাস্তবায়নে রাজস্ব আহরণে ব্যবসায়ীদেরই হয়রানি করা হয়।

এফবিসিসিআইয়ের আরেক সাবেক সভাপতি এবং বিএনপির ভাইস চেয়ারম্যন আব্দুল আউয়াল মিন্টু বলেন, বাজেটের সময়ও সরকারি কর্মকর্তারা মিথ্যা বলে।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, আগামীতে কর বৈষম্য কমানো হবে এবং প্রতিবেশী দেশের সাথে কর হার মিলিয়ে সমন্বয় করা হবে।

একই অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের কর কাঠামো বিনিয়োগবান্ধব করা না হলে কোনো পদক্ষেপই সফল হবে না।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেঁপে ছাড়া সব সবজির দাম চড়া
পেঁপে ছাড়া সব সবজির দাম চড়া
গরিবের পাঙাশ-তেলাপিয়া-ব্রয়লারে আগুন
গরিবের পাঙাশ-তেলাপিয়া-ব্রয়লারে আগুন
স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষে স্মরণসভা অনুষ্ঠিত
স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষে স্মরণসভা অনুষ্ঠিত