ইবি’তে স্মার্ট আরএফআইডি আইডি কার্ড চালুর সিদ্ধান্ত


ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের জন্য চালু করতে যাচ্ছে আধুনিক আরএফআইডি (RFID) প্রযুক্তি নির্ভর স্মার্ট আইডি কার্ড।
রোববার (১৩ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ড. শাহজাহান আলী। উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ মনজুরুল হক।
প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে এই কার্ড বিতরণ শুরু হবে বলে জানা গেছে। নতুন এই স্মার্ট কার্ডের মাধ্যমে একজন শিক্ষার্থী একাধিক স্থানে—বিভাগ, হল, লাইব্রেরি, মেডিকেল সেন্টারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন একটি মাত্র পরিচয়পত্র দিয়েই। ভবিষ্যতে এই কার্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ফি-সহ অন্যান্য পেমেন্ট ক্যাশলেস ব্যবস্থায় সম্পন্ন করার পরিকল্পনাও রয়েছে।
আইসিটি সেলের পরিচালক এবং স্মার্ট আইডি কার্ড প্রস্তুত কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ শাহজাহান আলী বলেন, “বিশ্ববিদ্যালয়ের অটোমেশন ও প্রযুক্তিগত উন্নয়নের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি ইউনিক আইডি নাম্বার নির্ধারিত থাকবে, যা তার পরিচয়ের একমাত্র মাধ্যম হিসেবে কাজ করবে।”
সভায় কমিটির সদস্য-সচিব ও আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আহমেদ আব্দুস সাকির মল্লিক একটি প্রেজেন্টেশনের মাধ্যমে আরএফআইডি প্রযুক্তির কারিগরি দিক এবং সম্ভাব্য ব্যবহার তুলে ধরেন। পাশাপাশি, সিস্টেম এনালিস্ট হাফিজুর রহমান লাইব্রেরির বর্তমান অটোমেশন ব্যবস্থার একটি ডেমো উপস্থাপন করেন এবং সেটিকে আরএফআইডি কার্ডের সাথে কীভাবে সংযুক্ত করা যায় সে বিষয়ে আলোকপাত করেন।
ভিওডি বাংলা/মো. সামিউল ইসলাম/এম
রাকসু নির্বাচনে ডোপ টেস্ট বাধ্যতামূলক
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে …

চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় ড্যাফোডিলের ‘স্কিল্ড জেনারেশন’ কর্মসূচি
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (ডিআইপিটিআই) ও হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট …

রেমিয়ানস অ্যাসোসিয়েশন বাকৃবির নেতৃত্বে মুর্তুজা ও সাকিব
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্যয়নরত ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রাক্তন …
