• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

অটোরিকশা স্ট্যান্ড দখল

ঈশ্বরদীতে শ্রমিক দল-যুবদলের সংঘর্ষ

   ১২ এপ্রিল ২০২৫, ০৫:২৭ পি.এম.
প্রতীকী ছবি

ঈশ্বরদী প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে শ্রমিক দল ও যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার দাশুড়িয়া স্ট্যান্ডে দু’দফায় এ সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। এ সময় রকু নামের এক শ্রমিক নেতার অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন প্রামাণিকের ভাই ও স্থানীয় শ্রমিক ইউনিয়নের সভাপতি রকু প্রামাণিকের নেতৃত্বে কয়েকজন দাশুড়িয়া গোলচত্তরে সিএনজিচালিত স্ট্যান্ড দখল করে চাঁদা আদায় করতে যান। চাঁদা না দেওয়ায় ও স্ট্যান্ড ছাড়তে রাজি না হওয়ায় দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব বিপুল মোল্লার সঙ্গে তারা বাগবিতণ্ডায় জড়ান।

এ সময় বিপুলের পক্ষে আব্দুর রাজ্জাক, আনিছুর ও মান্নান নামে কয়েকজন এগিয়ে গেলে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিপুলসহ তার অনুসারী কয়েকজন আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব বিপুল মোল্লা বলেন, ‘চাঁদা না দেওয়ায় প্রথমে আমাকে ও পরে অটোরিকশার দুই চালককে মারপিট করেন রকু ও তার অনুসারীরা। কারা তার অফিস ভেঙেছে, তা আমার জানা নেই। আমরা তখন হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম।’

মারপিটের বিষয়টি অস্বীকার করে শ্রমিক নেতা রকুর ছোট ভাই রিপন হোসেন বলেন, ‘স্ট্যান্ডে যাত্রী ওঠা নিয়ে আমার বড় ভাই রকু ও বিপুল মোল্লার অনুসারীদের মধ্যে বাগবিতণ্ডা হয়েছে। বিষয়টি জানতে পেরে আমি মীমাংসার জন্য তাদের আসতে বলি। অথচ বিপুলের অনুসারীরা রাতে আমার ভাইয়ের অফিস ভাঙচুর করেছে।’

এ বিষয়ে রকু প্রামাণিকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাতেই বিপুল বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, উভয় পক্ষই অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুরোনো দুর্গ ফিরে পেতে মরিয়া বিএনপি
পুরোনো দুর্গ ফিরে পেতে মরিয়া বিএনপি
প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ
প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ
কেন্দুয়া কলেজের ১১ শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদের অভিযোগ
কেন্দুয়া কলেজের ১১ শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদের অভিযোগ