হাজারো অপকর্মের ত্রাস শাওন


নিজস্ব প্রতিবেদক
পতিত আওয়ামী লীগ সরকারের ক্ষমতাধর ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য, পলাতক নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে অপকর্মের হাজারো অভিযোগ তার নির্বাচনী এলাকা লালমোহন-তজুমদ্দিনে।
স্থানীয়দের অভিযোগ, শাওনের চাঁদাবাজি, দখল, নিয়োগ বাণিজ্য ও বিরোধী নেতা-কর্মীদের নির্যাতনে অতিষ্ট হয়েও ভয়ে কেউ টু-শব্দটি করতে পারেননি। ভোলার উন্নয়ন কাজের শত শত কোটি টাকা লুটপাটের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
নুরুন্নবী চৌধুরী শাওন। প্রচন্ড ক্ষমতাধর আওয়ামী লীগ নেতা। ছাত্রলীগ থেকে ঢাকার দক্ষিণ যুবলীগের নেতৃত্ব। সিটি করপোরেশনের ঠিকাদারী সমিতির সভাপতির পদ বাগিয়ে নিয়ন্ত্রণ নেন এলজিইডি ও পিডব্লউডিসহ সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সব ঠিকাদারী। ঠিকাদারী নিয়ন্ত্রণ থেকে সংসদ সদস্য! পাশাপাশি আন্ডার ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ! এরপর আর তাকে পিছু ফিরে তাকাতে হয়নি। ২০১০ সালে ভোলা-৩ আসনের উপ-নির্বাচনে ক্ষমতার দাপটে বিনা ভোটে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন বিতর্কিত নুরুন্নবী চৌধুরী শাওন।
লালমোহন-তজুমদ্দিন উপজেলায় রাস্তা, বেড়ি বাধ নির্মাণ, স্কুল-কলেজ নির্মাণ সংস্কার ও উন্নয়নের নামে শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে পলাতক শাওনের বিরুদ্ধে। স্থানীয় বাজার-ব্যবসায়ীদের কাছ থেকে মাসে লক্ষ লক্ষ টাকা চাঁদা নিতেন তিনি। ক্ষমতা র্দীঘ দিন ধরে রাখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীর উপর চালিয়েছেন ভয়াবহ নির্যাতন।
সরকারী অফিস, হাসপাতাল, স্কুল-কলেজ-মাদ্রাসায় নিয়োগের নামে শত কোটি টাকা বানিজ্যের অভিযোগ রয়েছে নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে। নিজের থাকার বাড়িটি দখল করে নেয়ার পাশাপাশি বাসার সামনে কলেজের মাঠটিও রেখেছেন দখলে। চেয়ারম্যান ও মেম্বার মনোনয়ন দিয়ে কোটি টাকা কামানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্ত্রী ফারজানা চৌধুরী ও ছেলে ইশরাক হোসেন চৌধুরী নাওয়ালের নামেও লালমোহন-তজুমদ্দিনে রয়েছে শত শত কোটি টাকার সম্পদ।
২০১০ থেকে ২০২৪ পর্যন্ত বিএনপির হাজার-হাজার নেতা-কর্মীর ওপর নির্যাতন চালিয়েছেন ক্ষমতাধর শাওন । দলটির নেতা-কর্মীরা থাকতে পারেননি নিজ এলাকায়ও। এছাড়াও শাওন তার সহকারি ইব্রাহীমকে নিজের পিস্তল দিয়ে গুলি করে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি ছিলেন।
অন্যদিকে আওয়ামী লীগের শাসন আমলে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উপর চালানো নির্মম নির্যাতনের বিচারের দাবী করেন বিএনপির নেতারা।
ফ্যাসিষ্ট সরকারের ক্ষমতাধর শাওনের বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন স্থানীয়রা।
ভিওডি বাংলা/ এমএইচ
আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে : তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে …

দেশ রক্ষার নির্বাচনে বিএনপিকে জিততেই হবে- আবদুস সালাম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, আগামীর জাতীয় …

৫ আগস্টের পর অনেকে লোভে পড়ে গেছে : এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ৫ আগস্টের পর …
