• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শ্রাবন্তীর সঙ্গে আইনি বিচ্ছেদ রোশন সিংয়ের

   ১১ এপ্রিল ২০২৫, ০২:০৮ পি.এম.

বিনোদন ডেস্ক

টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশন সিং নিঃশব্দে বিচ্ছিন্ন হয়ে গেলেন। গত ৮ এপ্রিল আদালত তাদের বিবাহবিচ্ছেদে আইনি সিলমোহর দিলেন। খবর পেয়েই একটি গণমাধ্যম করেছিল রোশনের সঙ্গে। তিনি খবরের সত্যতায় সিলমোহর দেন।

রোশন বলেন, সবটাই খুব শান্তিপূর্ণভাবে শেষ হয়ে গেছে। ৮ এপ্রিল থেকে আমরা প্রেম-বিয়ের আগে যেমন অপরিচিত ছিলাম, সে রকমই আরও একবার পরস্পরের অপরিচিত হয়ে যাব।

একটি সূত্র জানায়, দীর্ঘ দিন ধরে দম্পতির আইনি বিচ্ছেদ নিয়ে নাকি টানাপোড়েন চলছিল। অবশেষে সেপ্টেম্বরে তারা পাকাপাকিভাবে বিচ্ছেদের পথে আরও একধাপ এগিয়ে যান। কেবল উভয়ের স্বাক্ষর বাকি ছিল। আদালত ৮ এপ্রিল তারিখ দিয়েছিলেন। ততদিন উভয় পক্ষ বিষয়টি গোপন রাখেন।

আইনি বিচ্ছেদের পরেই রোশন সিং তার সামাজিক মাধ্যমের ছবি বদলে ফেলেন। তার বাগদত্তা অনামিকা মিত্রের সঙ্গে তোলা ছবি দেন। তখনই গুঞ্জন ওঠে—তাহলে কি শ্রাবন্তীর সঙ্গে পাকাপাকি বিচ্ছেদ হয়েই গেল?

এমন প্রশ্ন রাখতেই জবাব দিলেন রোশন সিং, আমার নিজস্ব জিম রয়েছে। এই কাজেই আমি খুব খুশি। অভিনয়ের বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। তিনি বলেন, শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগের আগেই বিনোদন দুনিয়া থেকে একাধিকবার ডাক পেয়েছিলেন তিনি, সাড়া দেননি। 

বিয়ে প্রসঙ্গে রোশন বলেন, সবে এক বন্ধন থেকে মুক্তি পেলাম। আপাতত তিনি নিজেকে গুছিয়ে নিচ্ছেন। তারপর হয়তো চলতি বছরেই নতুন জীবন শুরু করবেন অনামিকার সঙ্গে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের জন্য দোয়া চাইলেন পরীমণি
ছেলের জন্য দোয়া চাইলেন পরীমণি
মেহজাবীন-রাজীবের প্রেমে ‘সাইয়ারা’র ছোঁয়া, উচ্ছ্বসিত অভিনেত্রী!
মেহজাবীন-রাজীবের প্রেমে ‘সাইয়ারা’র ছোঁয়া, উচ্ছ্বসিত অভিনেত্রী!
‘ময়না’ ট্রেন্ডিংয়ের শীর্ষে, বাজিমাত বুবলী-জীবন
‘ময়না’ ট্রেন্ডিংয়ের শীর্ষে, বাজিমাত বুবলী-জীবন