ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিহত পাঁচ


ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের সদর উপজেলার বাখুন্ডা এলাকায় একটি যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে দুইজন নারী এবং দুইজন পুরুষ। প্রাথমিকভাবে তাদের পরিচয় সনাক্ত করা যায়নি। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত পুলিশের সহকারী উপরিদর্শক মো. মহসিন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, মুকসুদপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস নগরকান্দা হয়ে ফরিদপুরে যাওয়ার সময় জোয়াইড় এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে আঘাত করে খাদের মধ্যে উল্টে যায়। এ সময় বিদ্যুতের একটি পিলার প্রায় ৭ থেকে ৮ ফুট বাসের ভেতরে ঢুকে যায়।
স্থানীয়রা তাৎক্ষণিক এসে হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচে চাপা পড়ে থাকা কয়েকজনকে উদ্ধার করেন। হতাহতদের উদ্ধার করে ইতোমধ্যেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভিওডি বাংলা/ এমপি
আগামীকাল মোঃ ইসমাইল হোসেন এর ১১ম মৃত্যুবার্ষিকী
গাজীপুর জেলার শ্রীপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসমাইল হোসেন এর ১১ম …

করিমগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩২
কিশোরগঞ্জের করিমগঞ্জে চলন্ত মোটরসাইকেলের চাকা থেকে শরীরে কাঁদা ছিটে যাওয়াকে …

ফ্রেন্ডশিপ সোসাইটি বাঁশখালী পৌরসভার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
চট্টগ্রামের বাঁশখালীতে ফ্রেন্ডশিপ সোসাইটি পৌরসভার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
…