তারেক রহমানের বার্তা নিয়ে তৃণমূলে যুবদল নেতা আমিন


সাতক্ষীরা প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে তৃণমূলে সাধারণ মানুষের কাছে যাচ্ছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন।
বুধবার (০৩ এপ্রিল) সাতক্ষীরা জেলার শ্যামনগরে সাধারণ মানুষের সঙ্গে ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
আমিন এ সময় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের বুড়িগোয়ালিনী বাজার ও কলবাড়ী এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার বার্তা তাদের কাছে পৌঁছে দেন।
এ সময় আমিনুর রহমান আমিনের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল ও খালিদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দীক, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হাবিব হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, উপজেলা তরুণ দলের সভাপতি জয়নাল মল্লিক, উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
ভিওডি বাংলা/এম
দোকান মালিককে হত্যার ঘটনায় বিএনপির ৫ জন বহিষ্কার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) নামের …

কুমিল্লায় আসিফ ও কায়কোবাদ অনুসারীদের সংঘর্ষ, আহত ৬৫
কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা …

আ’ লীগ আমলে পাশের দেশের ব্যক্তিদের সঙ্গে গোপন চুক্তি হয়েছে- সি আর আবরার
আওয়ামী লীগ আমলে বিশেষ একটি দেশের প্রতিনিধিরা এসে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ …
