• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

রাজধানী বনশ্রীতে

নারী সাংবাদিককে হেনস্তা, গ্রেপ্তার ৩

   ৩ এপ্রিল ২০২৫, ০৩:০০ পি.এম.

রাজধানীর বনশ্রীতে ইংরেজি দৈনিকের এক নারী সাংবাদিককে হেনস্তা ও মারধরের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (২ এপ্রিল) দিবাগত রাতে ২ জনকে ও বৃহস্পতিবার (৩ এপ্রিল) আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাটের মোড়লগঞ্জ থানার মিজানুর রহমান খানের ছেলে সোয়েব রহমান জিশান, বরিশালের সদর উপজেলার সাখাওয়াত হোসেনের ছেলে মো. রাইসুল ইসলাম (২১) এবং একই এলাকার নুরুল আমিনের ছেলে মো. কাউসার হোসেন (২১)।

বুধবার রাত ৮টার দিকে বনশ্রীর ই-ব্লকের তিন নম্বর সড়কের একটি জুসের দোকানের সামনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী অভিযোগ করেন বাসার সামনে জুসের দোকানে গেলে তাকে উত্ত্যক্ত করে বখাটেরা। এর প্রতিবাদ জানালে ওই সাংবাদিক ও তার ছোটভাইকে মারধর করা হয়। বাধা দিতে গেলে তাকে শারীরিকভাবেও লাঞ্ছিত করা হয়।

ঘটনাটি ফেসবুকে পোস্ট করেন ওই নারী সাংবাদিক এবং দ্রুতই তা ছড়িয়ে পড়ে। এসময় হামলাকারীদের একজন নিজেকে সাংবাদিক দাবি করে উল্টো হুমকি দেয়। এ ঘটনায় জিসান ও পার্থিব নামে দু’জনের নাম উল্লেখ করে অজ্ঞাত বেশ কয়েকজনের নামে রামপুরা থানায় মামলা করেন ভুক্তভোগী।

পরবর্তীতে গভীর রাতে রাজধানীর রামপুরা থানাধীন মেরাদিয়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। এরপর তার দেয়া তথ্য অনুযায়ী বেইলী রোড থেকে রাইসুলকে আর গেন্ডারিয়া থেকে কাউসারকে গ্রেপ্তার করা হয়।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনলাইনে জুয়ার কারবারি সেলিম প্রধান আবারও গ্রেপ্তার
অনলাইনে জুয়ার কারবারি সেলিম প্রধান আবারও গ্রেপ্তার
আদালতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ডিআরইউর নিন্দা
আদালতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ডিআরইউর নিন্দা
সাংবাদিক নীতিমালা পর্যালোচনার আশ্বাস ইসির
সাংবাদিক নীতিমালা পর্যালোচনার আশ্বাস ইসির