• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

২.১ বিলিয়ন ডলার

চীন থেকে বিনিয়োগের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ

   ২৮ মার্চ ২০২৫, ০৬:৫১ পি.এম.

আন্তর্জাতিক ডেস্ক:

চীন সরকার ও বিভিন্ন চীনা কোম্পানির কাছ থেকে ২ দশমিক ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সাম্প্রতিক চীন সফরে এই অর্থায়নের ঘোষণা এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চীনের প্রায় ৩০টি কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া, চীন ৪০০ মিলিয়ন ডলার মংলা বন্দর আধুনিকীকরণ প্রকল্পে, ৩৫০ মিলিয়ন ডলার চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে এবং ১৫০ মিলিয়ন ডলার প্রযুক্তিগত সহায়তায় ঋণ দেবে। বাকি অর্থ অনুদান ও অন্যান্য ঋণের মাধ্যমে আসবে।

চীন সফরের সময় অধ্যাপক ইউনুস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে চীনা বেসরকারি কোম্পানিগুলোর জন্য বাংলাদেশে বিনিয়োগের পথ সুগম করতে অনুরোধ করেন। প্রেসিডেন্ট শি আশ্বাস দেন যে চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে কারখানা স্থাপনে উৎসাহিত করা হবে, যা বাংলাদেশের শিল্পখাতকে আরও গতিশীল করবে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, এই সফর চীনা বিনিয়োগকারীদের জন্য "উচ্ছ্বাস" সৃষ্টি করতে পারে। তিনি আরও বলেন, "এই সফরের ফলে চীনা কোম্পানিগুলোর বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ আরও বাড়বে, যা দেশের শিল্প ও অর্থনীতির জন্য ইতিবাচক দিক সৃষ্টি করবে।"

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের সতর্কতা জারি
সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের সতর্কতা জারি
আগামী কয়েক দশকে এ সুযোগ পাবো না- আসিফ নজরুল
আগামী কয়েক দশকে এ সুযোগ পাবো না- আসিফ নজরুল
কনস্টেবলের স্ত্রীকে বিয়ের প্রস্তাব, বরখাস্ত এএসপি
কনস্টেবলের স্ত্রীকে বিয়ের প্রস্তাব, বরখাস্ত এএসপি