• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

একাত্তরকে স্মরণ করে ‘শোক থেকে শক্তি: অদম্য পদযাত্রা’

   ২৬ মার্চ ২০২৫, ১০:৪৯ এ.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রতিবছরের মত এবারও অনুষ্ঠিত হয়েছে ‘শোক থেকে শক্তি: অদম্য পদযাত্রা’। একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও শহীদদের স্মরণ করে পর্বতারোহীদের সংগঠন অভিযাত্রী ও মুক্তিযুদ্ধ জাদুঘরের যৌথ আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত পদযাত্রা করে অভিযাত্রীরা। ত্রয়োদশ বারের মতো অনুষ্ঠিত এই আয়োজন এ বছর শুরু হয় কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ছয়টায়।

অভিযাত্রী সংগঠক মির্জা জাকারিয়া বেগের সূচনা বক্তব্যের পর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় পদযাত্রা। এরপর মুক্তির গানের সাথে কণ্ঠ মিলিয়ে আর হাতে স্বাধীন বাংলার পতাকা হাতে পদযাত্রীদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, ফুলার রোড হয়ে ভিসি চত্তরে গিয়ে স্মরণ করে একাত্তরের শহীদদের। এরপর সার্জেণ্ট জহুরুল হক হলের সামনে দিয়ে অভিযাত্রী দল চলে যায় নীলক্ষেত মোড়ে। মিরপুর রোড ধরে এগিয়ে সিটি কলেজ থেকে সাত মসজিদ রোড দিয়ে পিলখানা, মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজে যায় পদযাত্রা। সেখানে সাংস্কৃতিক মুক্তি সংগ্রামের অন্যতম সংগঠক সদ্যপ্রয়াত ড. সনজীদা খাতুনকে স্মরণ করে অভিযাত্রীদল।

এরপর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বসিলা ব্রিজের নিচ থেকে নৌকায় ওঠে অভিযাত্রীরা। তুরাগের বুক চিরে ধেয়ে চলা নৌকায় খোলা বাতাসে উড়ছিল স্বাধীন বাংলার পতাকা। নয়ারহাট ঘাটে নৌকা থেকে নেমে আলপথে হয়ে ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে এগিয়ে চলে যাবে জাতীয় স্মৃতিসৌধে। সেখানে অভিযাত্রী হাঁটু মুড়ে, নত শিরে, শ্রদ্ধা জানাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আর গভীর ভালোবাসায় উচ্চারণ করবে তারুণ্যের দৃপ্ত শপথ।

২০১৩ সালে স্বাধীনতার বিয়াল্লিশ বছরে প্রথমবারের মত বিয়াল্লিশ কিলোমিটার পথ হেঁটে একাত্তরের সেই উত্তাল দিনগুলো স্মরণ করে অভিযাত্রী। সেবার ৭ জন অভিযাত্রী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে বাংলার স্বাধীনতা ও স্বাধীকার আন্দোলনের নানা ঐতিহাসিক স্থান স্পর্শ করে, কণ্ঠে মুক্তির গান নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত হেঁটে যায়।

“শোক থেকে শক্তি: অদম্য পদযাত্রা” নাম দিয়ে ২০১৩ সালে অভিযাত্রী দল ইতিহাসের পথ ধরে যে পদযাত্রা করেছিল, পরের বছর তা দ্বিগুণ হয়ে যায়। বছরের পর বছর বাড়তে থাকে পদযাত্রায় অংশগ্রহণকারীর সংখ্যা। ২০১৬ সালে মুক্তিযুক্ত জাদুঘর যুক্ত হয় অদম্য এই পদযাত্রার সঙ্গে।

মুক্তিযুদ্ধ জাদুঘরের তহবিল সংগ্রহের জন্য “মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য হাঁটি এক মাইল”, “মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য, ইতিহাসের পথ ধরে হাঁটি অদম্য”, এমন স্লোগানে দিনে দিনে পদযাত্রার পরিধি আরও বাড়তে থাকে। যোগ দেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, সাংষ্কৃতিক সংগঠন, বীর মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ। ২০১৩ থেকে ২০২৪ সাল, এই বার বছরে এগাড় বার হয়েছে “শোক থেকে শক্তি: অদম্য পদযাত্রা”। ২০২০ সালে করোনা মহামারীর কারণে স্থগিত ছিল পদযাত্রা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিবন্ধন পেল এনসিপিসহ ৩ দল
নিবন্ধন পেল এনসিপিসহ ৩ দল
নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা
নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা
শাহজাহানপুরে ভাড়া বাসা থেকে বস্তাবন্দি তরুণীর মরদেহ উদ্ধার
শাহজাহানপুরে ভাড়া বাসা থেকে বস্তাবন্দি তরুণীর মরদেহ উদ্ধার