• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

   ২৪ মার্চ ২০২৫, ০৭:২২ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

‘বাংলাদেশ সেনা বাহিনীকে বিতর্কিত এবং জনগনের মুখোমুখি করিয়ে দেবার ‘ষড়যন্ত্র’ হচ্ছে বলে মন্তব্য করেছেন তারেক রহমান। সোমবার ২৪ মার্চ বিকালে এক ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মন্তব্য করে সকলকে সর্তক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমরা দেখেছি অতীতের স্বৈরাচার দেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধবংস করে দিয়েছে। এই মুহুর্তে আমরা দেখতে পারছি, আমরা কথা প্রসঙ্গে বলে থাকি, বুঝে থাকি যে, সার্বভৌমত্বে প্রতীক একটা বাংলাদেশের বাংলাদেশ সেনা বাহিনী, সেই সেনাবাহিনীকে আমরা দেখতে পারছি বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, জনগনের মুখোমুখি করিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে। ক‘দিন আগে আমরা যেমন দেখেছি, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করার চেষ্টা হচ্ছে। ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগনের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। আপনি একজন সাংবাদিক হিসেবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এতটুকু বুঝি এটি নিশ্চয় কিছু না কিছু ষড়যন্ত্র আছে। আমরা সকলে মিলে, দেশপ্রেমিক প্রতিমানুষ যদি আমরা যদি সচেতন থাকি, সচেষ্ট থাকি অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হবো।’

তারেক রহমান বলেন, ‘আমি সহজে বুঝতে পারছি একটি মহল … তারা তাদের ষড়যন্ত্রে লিপ্ত আছে।আমরা একসাথে যদি কাজ করি অবশ্যই এই ষড়যন্ত্র মোকাবিলা করে সক্ষম হবো... আমাদেরকে যেকোনো মূল্যে অবশ্যই এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। এই ক্ষেত্রে সাংবাদিকদের বিরাট ভূমিকা আছে।’

দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করে দেশে পরিবর্তন হোক, বাংলাদেশে স্থিতিশীল অবস্থা ফিরে আসুক এটাই জনগন প্রত্যাশা করছে বলে মন্তব্য করেন তিনি।

সেনাবাহিনী বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসন ষড়যন্ত্রের অভিযোগ তুলে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ‘র ফেইসবুক পেইজে পোস্ট, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তার নিজের ফেইসবুকে পেইজে প্রকাশ করা ভিডিও বার্তা এবং সর্বশেষ জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি জরুরী সংবাদ সম্মেলনে ‘রাজনীতি নিয়ে কোনো প্রস্তাব বা সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার’ সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের নেই এরকম বক্তব্যের রাজনৈতিক অঙ্গনে উত্তাপের মধ্যে সোমবার বিএনপি তার অবস্থান পরিস্কার করল।

ইস্কাটনের লেডিস ক্লাবে বিএনপি মিডিয়া সেলের উদ্যোগে গণমাধ্যমের সাংবাদিকদের সন্মানে এই ইফতার মাহফিল হয়।

‘অস্থিতিশীল করার চক্রান্ত হচ্ছে’

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে অত্যন্ত সুচতুরভাবে একটা নতুন চক্রান্ত শুরু হয়েছে.. সেই চক্রান্ত বাংলাদেশকে আবার অস্থিতিশীল করা, বাংলাদেশকে আবার বিপদে নিমজ্জিত করবার জন্য। বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে প্রতিষ্ঠানগুলো এখনো দেশের স্বাধীনতা-সার্বভৌ্মত্বের ক্ষেত্রে তার রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় প্রতিষ্ঠান… তাদেরকে বিতর্কিত করা হচ্ছে বিশেষ করে সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে। এটার পেছনে উদ্দেশ্য একটাই… অতীতে… যেভাবে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করা হয়েছে, আজকে আবার বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব যেন বিপন্ন হয়… আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহুর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা চলছে। সাংবাদিক বন্ধুরা আপনারা সবসময় জাতির বিবেক হিসেবে জাতির সামনে দাঁড়িয়েছেন, বিপদের মুহুর্তগুলোতে আপনারা অতিক্রম করে জনগনকে সঠিক সংবাদ দিয়েছেন। আপনারা সেই একই ভূমিকা পালন করবেন এটাই আমাদের প্রত্যাশা।’

দেশের অস্তিত্ব বিনষ্ট করার চক্রান্ত হচ্ছে’

স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘৫ তারিখের আগের যে পরিস্থিতি ছিলো সেই পরিস্থিতি যদি আবার ফিরে আসে এই দেশের অস্তিত্ব বিলিন হয়ে যাবে। দেশের অস্তিত্বকে নষ্ট করার জন্য দেশে-বিদেশে বহু বিদগ্ধ কাজ করছে। গত দুইদিনের ঘটনা যদি আমরা দেখি বহু কিছু বেরিয়ে আসবে… বিষয়টা এতো সহজ না। আমরা কথা বললেই একজন লোক দেশে রাগ করেন আরেকজন লোক বিদেশে বসে রাগ করেন। মনে হয়,নির্বাচনের কথা আমি বলেছিলাম… আমরা কথা বলার ৭দিন পরে গতকাল পরশু কয়েকটা রাজনৈতিক দলের সংস্কারের মতামত জমা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনে। আমি কি ভুল বলেছিলাম? সবাই কমবেশি দ্বিমত পোষণ করেছে। আমি মুখে বলেছিলাম, আপনাদের সব বিষয়ে একমত হওয়া সম্ভব হবে না। এর প্রেক্ষিতে আমার জ্ঞাতি-গোষ্ঠি তুলে গালি-গালাজ করেছে।’

তিনি বলেন, ‘কেউ কেউ বলে এই দেশটা কারো বাপের না। আমি মুক্তযুদ্ধ করেছি। এই দেশটা যদি আমার বাপের না হতো, এই দেশটা যদি আমার দাদার বাপের না হতো তা হলে আমার হতো না, এদেশটা যদি আমার না হতো তাহলে আমার ছেলে দেশ হতো না। সুতরাং এই কথা যারা বলে কথা সাবধানে বলবেন। যারা বলেন, এই দেশটা বাপের না। তাদেরকে আমি বলতে চাই, এই দেশটা আমাদের সকলের। এই দেশের জন্য যুদ্ধ করেছি, প্রয়োজনের আমরা লড়ে যাবো।’

যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির সঞ্চালনায় ইফতারপূর্ব এই আলোচনা সভায় মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল বক্তব্য রাখেন। জাতীয় দৈনিক, সংবাদ সংস্থা, ইলেক্ট্রনিক মিডিয়া ও অনলাইন মিডিয়ার সাংবাদিক, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দরা এই ইফতারে অংশ নেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে: দুদু
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে: দুদু
এনসিপির কাঁধে ভর করে ফসল ঘরে তুলল জামায়াত
এনসিপির কাঁধে ভর করে ফসল ঘরে তুলল জামায়াত
৭ দাবিতে ৩ দিনের কর্মসূচি দিয়েছে জাগপা
৭ দাবিতে ৩ দিনের কর্মসূচি দিয়েছে জাগপা