• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

কমলাপুর

রেলওয়ে স্টেশনে বাড়ি ফেরা মানুষের ভিড়

   ২৪ মার্চ ২০২৫, ১২:৩৩ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ব্যবস্থায় আজ থেকে ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ ব্যবস্থায় ট্রেন চলার প্রথম দিনে ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর রেলওয়ে স্টেশন) যাত্রীদের ভিড় অন্যান্য দিনের তুলনায় বেড়েছে।

সোমবার (২৪ মার্চ) কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি প্লাটফর্মের লাইনে সারিবদ্ধভাবে রাখা হয়েছে ট্রেনের রেক। প্রতিটি প্ল্যাটফর্মে যাত্রীদের ব্যাপক জটলা। তবে প্লাটফর্মে টিকিটবিহীন যাত্রী কম থাকায় অনেকটা স্বস্তিতে আছেন টিকিটধারী যাত্রীরা।

জামালপুর এক্সপ্রেস ট্রেনে তারাকান্দি যাবেন জাহাঙ্গীর আলমের পরিবার। তিনি ঢাকা পোস্টকে বলেন, আর তিন/চার দিন পরেই ট্রেনে ব্যাপক ভিড় হবে। ফলে আগেভাগেই পরিবারকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। আমি শেষ সময়ে কোনো না কোনোভাবে যেতেই পারব। তবে পরিবারের সবাই স্বস্তিতে যাক, এজন্য ব্যবস্থা করা।

অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের যাত্রী শায়লা আহসান বলেন, পড়াশোনা শেষে ঢাকায় থেকে চাকরির প্রস্তুতি নিচ্ছিলাম। প্রতি ঈদেই বাড়ি যাই, এবারও যাচ্ছি। শেষের দিকে ভিড় হয় বলে শুরুর দিকেই যাচ্ছি।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন বলেন, সকাল থেকে সাড়ে ১১টা পর্যন্ত ১৬টি আন্তঃনগর ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। আজ সারা দিনে মোট ৪৩টি আন্তঃনগর ট্রেন এবং ২৫টি মেইল ও কমিউটার ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যাবে।

তিনি আরও বলেন, অন্যান্য দিনের তুলনায় আজকে থেকে স্টেশনে যাত্রীর সংখ্যা বেশি। তাদের নিরাপত্তার জন্য আমাদের সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোহাম্মদপুর কলেজে ফিউচার স্কিল ট্রেনিং প্রোগ্রামের শুভ উদ্বোধন
মোহাম্মদপুর কলেজে ফিউচার স্কিল ট্রেনিং প্রোগ্রামের শুভ উদ্বোধন
মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২ যুবক
মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২ যুবক
খিলগাঁও থেকে ডলার প্রতারক চক্রের হোতা আদিব ফয়েজ গ্রেপ্তার
খিলগাঁও থেকে ডলার প্রতারক চক্রের হোতা আদিব ফয়েজ গ্রেপ্তার