শারমিন আহমদ
শেখ হাসিনার মতোই পালিয়েছিলেন শেখ মুজিব


নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনা যেভাবে নেতাকর্মীদের ছেড়ে দেশ ছেড়ে পালিয়েছেন, একইভাবে ১৯৭১ সালের ২৫ মার্চ শেখ মুজিবুর রহমান পালিয়ে যান মন্তব্য করেছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের মেয়ে শারমিন আহমদ। বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে এ মন্তব্য করেন শারমিন আহমদ।
তাজউদ্দিন আহমদের মেয়ে বলেন, শেখ মুজিবুর রহমান ২৫ মার্চ গ্রেপ্তার হওয়ার আগে তাজউদ্দিন আহমদকে কোনো নির্দেশনাই দিয়ে যাননি। ওই রাতে শেখ হাসিনার মতোই নেতাকর্মীদের ছেড়ে নিজের পরিবারকে নিরাপদ জায়গায় রেখে শেখ মুজিব পালিয়ে যান। সেই রাতে তিনি তাজউদ্দিন আহমদকে বলে গেলেন, ‘নাকে তেল দিয়ে ঘুমাও, পরশু হরতাল ডেকেছি।’ এখনো খোঁজ করলে সেই হরতালের পোস্টারগুলোও পাওয়া যাবে।
শারমিন আহমদ বলেন, ‘এই হরতালের ঘোষণা তিনি যখন দিলেন, তখন অলরেডি আমরা জানতে পেরেছি যে, ক্র্যাকডাউন হবে। এই খবরটি কিন্তু তখন ফাঁস। শেখ মুজিব কিন্তু এর সবকিছুই জানতেন। তারপরও তিনি নেতাকর্মীদের মৃত্যুর মুখে রেখে নির্দিষ্ট কোনো নির্দেশনা দিলেন না। তিনি একবারও বলেননি তোমরা সরকার গঠন করো, শুধু তাই নয়- তিনি কিন্তু স্বাধীনতার ঘোষণাটুকুও দিলেন না।’
তিনি আরও বলেন, ‘সেই রাতে বাবার সঙ্গে শেখ মুজিবের অনেক তর্কবিতর্ক হয়েছিল। বাবা বলেছিলেন, “মুজিব ভাই পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে, যুদ্ধের মুখে জাতিকে ফেলে দিয়ে নেতা ধরা দিয়েছেন। আপনি তো কোনো নির্দেশনা দিয়ে যাচ্ছে না।” কিন্তু বাবার এসব কথা শুনে উনি শুধু বললেন, “তোমরা যা করার করবে।” তখন বাবা বলেছিলেন, “আপনি কী কোনো বৈঠক করে বলে দিয়েছেন যে, আপনার পরে চেইন অব কমান্ড কী হবে?”
শারমিন আহমদ বলেন, ‘যার ফলে এসব নিয়ে বিশাল একটা বিভক্তি আছে। ওই রাতে আমার বাবা যখন উদভ্রান্তের মতো এদিক-ওদিক পায়চারি করছিলেন, তখন তরুণ ব্যারিস্টার আমিরুল ইসলাম এসে বললেন, “তাজউদ্দিন ভাই আমি তো মুজিব ভাইয়ের ওখানে গিয়েছিলাম কিন্তু তিনি আসবেন না। উনি তো গোসল করে পরিপাটি হয়ে গ্রেপ্তার হওয়ার জন্য রেডি”।’
ভিওডি বাংলা/ এমএইচ
জুলাইয়ে আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে : ফারুক-ই-আজম
অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ইতোমধ্যে জুলাইয়ে আহত-নিহতদের …

গভীর সমুদ্র মাছ আহরণের প্রধান আহ্বান উপদেষ্টার
গভীর সমুদ্রে মাছ আহরণে কার্যক্রম জোরদার করতে এবং মৎস্য ও …

তাবলিগ জামাতের ২ পক্ষের সমস্যা মেটাতে কমিটি : ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, তাবলিগ …
