• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পদত্যাগ করলেন ডিপিডিসির এমডি

   ২৩ মার্চ ২০২৫, ০২:০০ পি.এম.
ডিপিডিসি ব‍্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
এক বছর মেয়াদ থাকার পরেও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পদত্যাগ করেছেন। রোববার ২৩ মার্চ তিনি পিডিবির চেয়ারম্যানের কাছে এই পদত্যাগপত্র জমা দেন।

ডিপিসি সূত্রে জানা যায়, বিভিন্ন সময় বিভিন্ন ছাত্র সমন্বয়ক ও ডিপিডিসির প্রকৌশলীদের একটি গ্রুপ তাকে পদত্যাগ করতে নানা ধরনের চাপ দিচ্ছিলেন নিজেদের মতো একজনকে বসানোর জন‍্য।

উল্লেখ্য, ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক সাধারণত পরীক্ষা নিয়ে নিয়োগ দেওয়া হয়। বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের আরও এক বছর সময় ছিল।

এই বিষয়ে ডিপিডিসির সদ্য পদত্যাগকারী এমডি প্রকৌশলী নোমান ফোনে জানান, আমি চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি। তিনি পরবর্তী বোর্ডে হয়ত ব্যবস্থা গ্রহণ করবেন। কেন সময় থাকতেও পদত্যাগ করলেন জানতে চাইলে তিনি বলেন, ভেতর এবং বাইরের বেশকিছু কারণে আমি এখানে অস্বস্তি ফিল করছিলাম । ফলে আর থাকতে চাই না।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লি‌বিয়া থে‌কে ১৬০ বাংলাদেশি দেশে ফিরছেন
লি‌বিয়া থে‌কে ১৬০ বাংলাদেশি দেশে ফিরছেন
পরিবহন ধর্মঘট প্রত্যাহার
পরিবহন ধর্মঘট প্রত্যাহার
৯ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
৯ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর