আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, মেয়েসহ বিএনপি নেত্রী গ্রেপ্তার


বরগুনা প্রতিনিধি
বরগুনায় গ্রেপ্তার করা এক আসামিকে ছিনতাই ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় পাথরঘাটা মহিলা দলের সভানেত্রী ও তার মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভানেত্রী ইসরাত জাহান শিরিন (৪০) ও তার মেয়ে সারজিনা মিম (২৩)।
শিরিন ও সারজিমা মিম গ্রেপ্তার আসামি মো. সোহানকে ছিনতাই করার চেষ্টা করেছিল। সোহান বরগুনা থানার নিয়মিত মামলার আসামি।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে নিয়মিত মামলার আসামি সোহানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পর মহিলা দলের সভানেত্রী পরিচয় দিয়ে ইসরাত জাহান ও তার মেয়ে সারজিনা মিম থানার অফিস কক্ষ ও থানা হাজতখানার সামনে থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
তারা পুলিশের সঙ্গেও খারাপ আচরণ করেন। পরে পুলিশের কাজে বাধা দেওয়া ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টায় তাদের বিরুদ্ধে মামলা করাসহ গ্রেপ্তার করে পুলিশ।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘ভবিষ্যতে পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধ সংঘটিত হলে তাদের বিরুদ্ধেও কঠোরতম আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ভিওডি বাংলা/ এমএইচ
নৌপথে চাঁদাবাজি : র্যাবের হাতে বৈষম্যবিরোধী নেতাসহ আটক ৭
সিলেটের গোয়াইনঘাটের নৌপথে চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা …

রাজশাহীতে বৃষ্টির সাথে পাল্লা দিয়ে বাড়ছে সবজির দাম
রাজশাহীতে বর্ষাকালে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কাঁচা সবজির দাম। …

বহিষ্কার হলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির দুই নেতা
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী …
