• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

কুড়িগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

   ১৭ মার্চ ২০২৫, ১২:৫২ পি.এম.

কুড়িগ্রাম প্রতিনিধি 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের ১০ কেজি চালের স্লিপ নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন।

রোববার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বড়ভিটা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন- বড়ভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল (৫৫), হাফিজুর রহমান (৪২), মুসা মিয়া (২৭), শাহারুল ইসলাম (৪৫), মোকছেদুল হক (৪৫) ও বাবু মিয়া (৪০)। তাদের সবার বাড়ি বড়ভিটা গ্রামে।

জানা গেছে, দুপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেনের সমর্থিত কয়েকজন নেতাকর্মী বড়ভিটা ইউনিয়ন পরিষদে গিয়ে প্রত্যেক জনপ্রতিনিধির কাছে ১০ কেজি চালের স্লিপ দাবি করেন। এ সময় মেম্বারদের সঙ্গে নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয়। এ খবর জানতে পেরে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল সমর্থিত লোকজনও স্লিপের দাবি জানান। এর জেরে বিকেলে নজির হোসেনের লোকজন মান্নানের সমর্থক রেজাকে দোকান থেকে ডেকে নিয়ে গিয়ে হুমকি-ধমকি দেয়।

এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা আবারও বড়ভিটা বাজারে মহড়া দিতে থাকলে মুকুল গ্রুপের সমর্থকরাও মহড়া শুরু করে। একপর্যায়ে উভয় গ্রুপের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

ফুলবাড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান মুকুল কালবেলাকে বলেন, বড়বাড়ি ইউনিয়নে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক ঐ ইউনিয়ন নেতাকর্মীদের সতর্ক করেছি, জেলা বিএনপির আহ্বায়ককে অবহিত করেছি। তিনি বতর্মানে ঢাকায় আছেন, তিনি এলে বিষয়টির সিদ্ধান্ত হবে।

ফুলবাড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেনের বক্তব্য জানতে তার মুঠোফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, এ ঘটনায় এখন পযর্ন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুরোনো দুর্গ ফিরে পেতে মরিয়া বিএনপি
পুরোনো দুর্গ ফিরে পেতে মরিয়া বিএনপি
প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ
প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ
কেন্দুয়া কলেজের ১১ শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদের অভিযোগ
কেন্দুয়া কলেজের ১১ শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদের অভিযোগ