• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই- সিইসি

   ১৬ মার্চ ২০২৫, ০২:১০ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ইউএনডিপির সাথে কো অর্ডিনেশন করে ইইউ আমাদের সাহায্য করবে। বাংলাদেশের উন্নয়নে তারা অবদান রাখতে চান। আগামী মাসে ওয়ার্কশপ হবে, সিভিল সোসাইটি থাকবে। আমি নির্বাচনী প্রার্থীর এজেন্ট, পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসারের প্রশিক্ষণে সাহায্য চেয়েছি। রাজনৈতিক নেতাদের প্রশিক্ষণের বিষয়েও ভাবছে নির্বাচন কমিশন।

রোববার (১৬ মার্চ) সকালে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসি নাসির উদ্দিনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের এই বৈঠক হয়। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ সংস্থাটির পাঁচ সদস্য অংশ নেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সিইসি নাসির উদ্দীন বলেন, আমরা খুব স্বচ্ছ প্রক্রিয়ায় কাজ করছি। আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই। আমরা কিছু লুকাচ্ছি না। অতীতে নির্বাচনে কি কি অনিয়ম হয়েছে এসব ভুলে যান। আমরা সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করবো।

একই অনুষ্ঠান শেষে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সাংবাদিকদের বলেন, বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সময় চলছে। আমি ইসিকে বলেছি গণতান্ত্রিক উপায়ে ফেরার প্রক্রিয়ায় ইসির সাথে আছে ইইউ। আমরা এই সরকারের সংস্কারকে সমর্থন করি। আমরা আশা করি আন্তর্জাতিক মানের নির্বাচন হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাবলিগ জামাতের ২ পক্ষের সমস্যা মেটাতে কমিটি : ধর্ম উপদেষ্টা
তাবলিগ জামাতের ২ পক্ষের সমস্যা মেটাতে কমিটি : ধর্ম উপদেষ্টা
ভোটকেন্দ্র সংস্কারের চাহিদা চেয়ে প্রাইমারি স্কুলগুলোতে চিঠি
ভোটকেন্দ্র সংস্কারের চাহিদা চেয়ে প্রাইমারি স্কুলগুলোতে চিঠি
৬২ বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো
৬২ বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো