• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

হাসপাতালে এ আর রহমান

   ১৬ মার্চ ২০২৫, ০১:৩৬ পি.এম.

বিনোদন ডেস্ক
হাসপাতালে ভর্তি অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান। তীব্র বুক ব্যথাজনিত অসুস্থতায় ভুগছেন তিনি। রোববার ১৬ মার্চ সকালে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমে পাওয়া তথ্যানুযায়ী, হঠাৎ বুক ব্যথা বেড়ে গেলে আজ সকাল সাড়ে ৭টা নাগাদ রহমানকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসকদের একটি দল। সংগীত পরিচালকের অ্যাঞ্জিওগ্রাফিও করা হচ্ছে বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে আরও জানা যায়, রহমানের আরও কিছু পরীক্ষা করা হতে পারে। এ আর রহমানের সব পরীক্ষা স্বাভাবিক। সব ঠিক থাকলে আজই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। অন্যদিকে, রহমানের টিমও বলছে গায়কে হাসপাতাল ভর্তি হওয়ার ব্যাপারে ‘ভ্রান্ত’ খবর ছড়ানো হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এ আর রহমান হাসপাতালে গিয়েছিলেন বিষয়টা সত্যি। চিকিৎসকরা জানান, গায়ক রোজা রেখে পানিশুন্যতায় ভুগছিলেন। সে কারণে অসুস্থতা থেকে তিনি হাসপাতালে আসেন। এখন তিনি ভালো আছেন।

আরও একটি সূত্র জানিয়েছে যে, ঘাড়ে ব্যথার সমস্যা নিয়ে বিদেশ থেকে ফিরেছিলেন রহমান। এরপরই চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যান তিনি।

উল্লেখ্য, গত বছর আচমকাই প্রকাশ্যে এসেছিল রহমান ও তার স্ত্রী সায়রা বানুর বিবাহবিচ্ছেদের ঘটনা। টানা ২৯ বছরের দাম্পত্যে ইতি টানার এই ঘটনা অনুরাগীরা সহজে মেনে নিতে পারেনি। প্রাক্তন এই দম্পতির আইনজীবীও জানিয়েছিলেন, তারা বুকে পাথর রেখেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদের পরে মন ভার করা পোস্ট করেছিলেন সুরকার নিজেও। অন্তত ৩০টা বছর একসঙ্গে কাটাতে পারলে ভালো হত, দাবি করেছিলেন রহমান।

ঘটনাচক্রে গত সপ্তাহেই হাসপাতালে ভর্তি ছিলেন সায়রা বানু। তার আইনজীবী জানিয়েছেন, তার একটি অস্ত্রোপচার করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লতা মঙ্গেশকর: বাংলাদেশের প্রতি ছিল বিশেষ টান
লতা মঙ্গেশকর: বাংলাদেশের প্রতি ছিল বিশেষ টান
অস্কারে যাচ্ছে বাংলাদেশের ‘বাড়ির নাম শাহানা’
অস্কারে যাচ্ছে বাংলাদেশের ‘বাড়ির নাম শাহানা’
“গাজায় চলছে গণহত্যা: সান সেবাস্তিয়ানে জেনিফার লরেন্স”
“গাজায় চলছে গণহত্যা: সান সেবাস্তিয়ানে জেনিফার লরেন্স”