• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লিবিয়া থেকে ফিরেছেন পাচারের শিকার ১৭৬ বাংলাদেশি

   ১৩ মার্চ ২০২৫, ০৬:৪৫ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
অবৈধভাবে লিবিয়া গিয়ে আটক, নির্যাতন ও পাচারের শিকার মোট ১৭৬ প্রবাসী বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার ভোরে তাদের বহনকারী একটি বিমান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। তাদের মধ্যে ১০৬ জন ত্রিপলির একটি বন্দিশিবিরে আটক ছিলেন। বাকি ৭০ জন বিপদগ্রস্ত অবস্থায় থাকার কারণে স্বেচ্ছায় দেশে ফিরেছেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা- আইওএম এর সহযোগিতায় তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেয় লিবিয়ার বাংলাদেশ দূতাবাস। এর আগে, বুধবার লিবিয়ার বাংলাদেশ দূতাবাস তাদের ফেরার ব্যাপারে তথ্য দেয়।

আগামী ১৯ ও ২৬শে মার্চ আরও দুটি ফ্লাইটে তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস।

উল্লেখ্য, গত বছরের জুলাই থেকে প্রায় সাড়ে চার হাজার বাংলাদেশি নাগরিককে নিরাপদে প্রত্যাবাসন করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজার পথে লাল-সবুজের ত্রাণবহর
গাজার পথে লাল-সবুজের ত্রাণবহর
মিশরে ‘অন অ্যারাইভাল ভিসা’: বাংলাদেশিদের জন্য কঠিন শর্ত
মিশরে ‘অন অ্যারাইভাল ভিসা’: বাংলাদেশিদের জন্য কঠিন শর্ত
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত