• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সামনে ঈদ তবুও ব্যস্ততা নেই টাঙ্গাইলের তাঁতপল্লীতে

   ১১ মার্চ ২০২৫, ১২:০৮ পি.এম.

টাঙ্গাইল প্রতিনিধি

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর সামনে। অথচ এখনো তেমন ব্যস্ততা নেই টাঙ্গাইলের তাঁতপল্লীতে। মার্কেটগুলোয় ভিড় জমেনি পাইকারদের। সব মিলিয় হতাশ তাত কারিগর এবং ব্যবসায়ীরা।

চলছে রমজান, ঈদের জন্য প্রতীক্ষার শুরু। সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে রাঙাতে, প্রস্তুতি শুরু হয়ে যায় নানা মহলে। ঈদের খুশির প্রধান অনুষঙ্গ জামা-নতুন কাপড়। তাই ব্যস্ততা বাড়ে তাঁত কারিগরদের। কিন্তু এখনো ঈদের আবহ নেই টাঙ্গাইলের তাঁতপল্লীতে। তেমন ব্যস্ততা চোখে পড়ে না। পাইকারি ক্রেতাদের আনাগোনাও তেমন চোখে পড়ছে না।

গরমের কথা বিবেচনা করে এবার সুতি শাড়ি ও কাপড় বেশি করছেন তাঁতিরা। আকর্ষণীয় ডিজাইনে বাহারি শাড়ি ও থ্রিপিস তৈরি করা হলেও, বিক্রি কম হওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন তাঁত কারিগররা। এমন অবস্থা চলতে থাকলে, সংসার চালানো কঠিন হয়ে পড়বে তাদের।

টাঙ্গাইলের তাঁত শিল্পে মন্দাভাব চলছে সেই করোনাকাল থেকেই। সেই দুরবস্থা আর কাটিয়ে ওঠা যায়নি। এবারের ঈদ-উল-ফিতরকে ঘিরে ঘুরে দাঁড়ানোর আশায় বুক বাধছেন অংশীজনেরা জানান, রঘুনাথ বসাক, সভাপতি, শাড়ি ব্যবসায়ী সমিতি, টাঙ্গাইল।

ঈদকে সামনে রেখে জামদানি, হাফ সিল্ক, মসলিন, অ্যান্ডি সিল্ক ও সফট সিল্ক শাড়ি এবং থ্রিপিস তৈরি করেছেন তাঁত কারিগররা। যদিও কিছু বিক্রি হচ্ছে ৬শ’ থেকে ১২ হাজার টাকার মধ্যে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুকুর খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে ফেলে যুবককে হত্যা!
রাজশাহী পুকুর খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে ফেলে যুবককে হত্যা!
দেশের স্বার্থ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির বিকল্প নেই : ইঞ্জিনিয়ার আশরাফ
দেশের স্বার্থ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির বিকল্প নেই : ইঞ্জিনিয়ার আশরাফ
ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ
রাজশাহী ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ