• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চাঁদপুরে ‘কিশোর গ্যাং’য়ের ১১ সদস্য গ্রেপ্তার

   ১০ মার্চ ২০২৫, ১১:৩০ এ.এম.

চাঁদপুর প্রতিনিধি 

চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার(১০ মার্চ ) বিকালে সদর মডেল থানার একটি দল শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশের দাবি, গ্রেপ্তররা কিশোর গ্যাংয়ের সদস্য।

গ্রেপ্তারকৃতরা হলেন, জুবায়েদ হোসেন (১৯), ইব্রাহিম গাজী (১৯), সাহিদুল ইসলাম প্রকাশ রমজান (১৮), হাসিবুল হাসান প্রকাশ মিরাজ (১৮), আকাশ গাজী (১৯), জুনায়েত সিদ্দিক প্রকাশ আপন (১৮), খালেক সাইফুল প্রকাশ জাহিদ (১৮), আব্দুর রহমান প্রকাশ শাওন (১৯), সাকিবুল ইসলাম প্রকাশ মামুন (১৮), শেখ ফরিদ (২০) ও সাফিন আহম্মেদ (১৮)।

চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া বলেন, শহরের নাজির পাড়া, দক্ষিণ দাসদী, বঙ্গবন্ধু সড়ক, জামতলা, মুসলিম পাড়া, তালতলা এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্যের ১১ সদস্যকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করে তাদের গ্রেফতার দেখানো হয়। সেই মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মনোনয়ন পত্র সংগ্রহ করলেন জামায়াতের এমপি প্রার্থী
পাবনা-৩ মনোনয়ন পত্র সংগ্রহ করলেন জামায়াতের এমপি প্রার্থী
দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ, বেল্ট পরীক্ষা ও মোটিভেশন অনুষ্ঠান
রাজবাড়ী দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ, বেল্ট পরীক্ষা ও মোটিভেশন অনুষ্ঠান
চারঘাটের আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন বসবাসের অনুপোযোগী
রাজশাহী চারঘাটের আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন বসবাসের অনুপোযোগী