• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গোপন অডিও ভাইরাল

সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন হাসিনা

   ৮ মার্চ ২০২৫, ০৯:৫৮ এ.এম.

ভিওডি বাংলা রিপোর্ট
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ক্ষমতা ছাড়ার আগে ওই আন্দোলন দমাতে নানাভাবে চেষ্টা করেছেন তিনি।

শেখ হাসিনার দেশ ছাড়ার পর একে একে বেরিয়ে আসছে তার আন্দোলন দমানোর নানা অপতৎপরতার চাঞ্চল্যকর তথ্য। তিনি শেষ পর্যন্ত আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগের নির্দেশ দিয়েছিলেন। এমনকি গুলি করার নিদের্শনাও দেন তিনি।

যদিও বিভিন্ন সময় বক্তব্যে শেখ হাসিনা গুলি করার কোন হুকুম দেননি বলে দাবি করে আসছেন। তবে কদিন পর পরই ফাঁস হচ্ছে শেখ হাসিনার অডিও কল রেকর্ড। যেগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্দোলন দমাতে নির্দেশ দেওয়ার তথ্য উঠে আসে।

এরই ধারাবাহিকতায় নতুন একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। যেখানে উঠে এসেছে আন্দোলন দমাতে ‘প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলির নির্দেশনা’।

ফাঁস হওয়া নতুন অডিওতে শোনা যায়, গোয়েন্দা সংস্থার একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে আন্দোলন দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা।

তাকে বলতে শোনা যায়, ‘এখন লেথাল উইপেন (প্রাণঘাতী অস্ত্র) ব্যবহার করবেন। যেখানে পাবেন সেখানেই গুলি করবেন। আর হেলিকপ্টার থেকে গুলি করবেন।’

বিপরীত পাশে থাকা গোয়েন্দা কর্মকর্তা তখন হাসিনাকে বলছিলেন, ‘ছবি দেখে পাকরাও করা যায় না সবাইকে রাতের মধ্যে?’

জবাবে হাসিনা বলেন, ‘সবগুলিকে আ্যরেস্ট করতে বলছি রাতে। র‍্যাব-ডিজিএফআই সবাইকে বলা হয়েছে যেখানে যাকে পাবে ধরে ফেলবে। আর যেখানে গ্যাদারিং হবে সেখানেই হেলিকপ্টার থেকে গুলি করতে বলেছি। অলরেডি কয়েক জায়গায় করেছেও।’

গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদপুর থানার দিকে একটি গ্রুপ যাচ্ছে বললে, হাসিনা বলেন- ‘ওখানে র‍্যাব রে পাঠাই দিক।’

গোয়েন্দা কর্মকর্তা তখন বলেন, ‘আপনার নির্দেশনা লাগবে।’

জবাবে হাসিনা বলেন, ‘ওপেন নির্দেশনা দেওয়া আছে, এখন লেথাল উইপেন (প্রাণঘাতী অস্ত্র) ব্যবহার করবেন। যেখানে পাবেন সেখানেই গুলি করবেন।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৬২ বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো
৬২ বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো
সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের সতর্কতা জারি
সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের সতর্কতা জারি
আগামী কয়েক দশকে এ সুযোগ পাবো না- আসিফ নজরুল
আগামী কয়েক দশকে এ সুযোগ পাবো না- আসিফ নজরুল