এ সরকারের অধীনে নির্বাচনে যাবে না আ.লীগ


ভিওডি বাংলা রিপোর্ট
আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কি না এমন এক প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস সর্বশেষ বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আওয়ামী লীগকেই সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন করতে চায় কি না। আমি তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারি না। নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়।’ অন্যদিকে এই সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না গণ-অভ্যুত্থানে পরাস্থ আওয়ামী লীগের সিদ্ধান্ত।
ভারতে থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেশ কয়েকটি ভার্চুয়াল সভা থেকে জানা যায়, তিনি আগামী নির্বাচনের বিষয়ে একাধিকবার কথা বলেছেন। তার ভাষ্য, এই সরকারের অধীনে নির্বাচন নয়। অনুকূল পরিবেশ এলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে।
এদিকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শীর্ষ পর্যায়ের অনেক নেতা অজ্ঞাত কারণে নিশ্চুপ হয়ে আছেন। আর বেশকজন কেন্দ্রীয় নেতা আছেন কারাগারে। গণ-অভ্যুত্থানের পর হত্যা মামলাসহ নানাবিধ মামলা মাথায় নিয়ে আত্মগোপনে আছেন প্রায় সব কেন্দ্রীয় নেতা ও সাবকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপি। আত্মগোপনে থেকে বেশ কজন নেতা অনলাইন প্ল্যাটফর্মে এসে দলীয় সিদ্ধান্তের বিষয়ে কথা বলেছেন। এই নেতাদের ভাষ্য এই সরকারের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে যাবে না। তাদের ধারণা, এই সরকারের সময় খুব বেশি নেই। পরবর্তী সময়ে সাংবিধানিকভাবে স্বীকৃতি কোনো সরকার এলে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জানতে চাইলে সাবেক নৌপ্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘সংবিধানে অন্তর্বর্তী সরকার বলে কিছু নেই। ফলে এই কাঠামোতে আওয়ামী লীগের নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসে না। আগে দখলদার বাহিনীকে হটিয়ে দেশে সংবিধানিক প্রক্রিয়ায় না ফিরলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে না।’
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘এমন কোনো বৈরী পরিবেশ নেই যে নির্বাচনে আমাদের দল অংশ নেয়নি। ইউনূস সরকার যে স্বপ্ন দেখছে, তা বাস্তবায়িত হবে না। আর হ্যাঁ এটা উনি সত্য বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা এটা উনার (প্রধান উপদেষ্টা) ওপর নির্ভর করছে না। কারণ, আমরা যতটুকু জানি বা ধারণা করছি খুব বেশি দিন তিনি ক্ষমতায় নেই। উনি ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশে নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কেন্দ্রীয় নেতা জানান, জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি অনেক ভাবনার। এটা নিয়ে নীতি-নির্ধারকরা ভাববেন। তবে দলীয় প্রতীকবিহীন স্থানীয় সরকার নির্বাচনে অনেক নেতাকর্মী অংশ নেবে। এ বিষয়ে নেতাকর্মীদের প্রস্তুত করাও হচ্ছে।
তথ্য সূত্র: দৈনিক আমাদের সময়
ভিওডি বাংলা/ এমএইচ
দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের …

মেহরিন চৌধুরীর পরিবারকে সমবেদনা জানাল বিএনপি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত …

এক বাক্সে ভোট দেওয়ার সিদ্ধান্তে একমত ইসলামী দলগুলো
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলো একটি বাক্সেই ভোট দেবে—এমন …
