• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

লাইফ সাপোর্টে ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক

   ৬ মার্চ ২০২৫, ০৯:৪৯ পি.এম.
আ আ ম স আরেফিন সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক লাইফ সাপোর্টে রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার ছোট ভাই শাকরিন সিদ্দিক সকাল সন্ধ্যাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আরেফিন সিদ্দিককে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরো আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শাকরিন সিদ্দিক বলেন, “তিনি ভালো নেই। কিছুই বলা যাচ্ছে না। উনি ভেন্টিলেশনে আছেন।”

তার চিকিৎসার জন্য পাঁচ ব্যাগ এ পজেটিভ রক্ত প্রয়োজন বলেও চিকিৎসকের বরাত দিয়ে জানান তিনি।

আরেফিন সিদ্দিকের বয়স প্রায় ৭২ বছর। ২০০৯ সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন তিনি। এরপর আবার ফিরে যান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। ২০২০ সালে অবসরে যান তিনি।

কীভাবে বা কখন তিনি অসুস্থ হয়ে পড়েন তা জানতে চাইলে শাকরিন বলেন, দুপুর সোয়া দুইটার দিকে আরেফিন সিদ্দিক গ্রিনরোডে যান ব্যাংক থেকে টাকা তুলতে। সেখান থেকে তিনি ঢাকা ক্লাবে যান। ক্লাবের বেকারিতে কিছু প্রয়োজনীয় সামগ্রী কিনতে গেলে সেখানেই হঠাৎ করে পড়ে যান।

শাকরিন সিদ্দিক বলেন, “বিক্রয় কর্মীদের একজন বলেছেন, ‘স্যার কথা বলতে বলতে ঠাস করে পড়ে গেলেন। চোখের সামনে দেখলাম’।”

এরপর সঙ্গে সঙ্গেই আরেফিন সিদ্দিকের গাড়িচালক ও ঢাকা ক্লাবের কর্মীরা তাকে পাশের বারডেম হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে নেওয়া হয় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল।

হাসপাতালটির কর্মকর্তা বেলাল হোসেন সকাল সন্ধ্যাকে বলেন, “আমরা শুনেছি মাথা ঘুরে স্যার পড়ে গিয়েছিলেন। প্রথমে তাকে বারডেমে নেওয়া হয়। সেখানে সিটিস্ক্যান করানোর জন্য চিকিৎসরা পরামর্শ দেয়। কিন্তু সেখানে এ পরীক্ষার ব্যবস্থা না থাকায় পাশেই ইব্রাহীম কার্ডিয়াস হাসপাতালে নেওয়া হয় তাকে।

“এখানে চিকিৎসক অধ্যাপক নজরুল ইসলাম স্যারের চেম্বারে তাকে নেওয়া হয়। স্যারের পরামর্শ মতো হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আইসিইউতে তাকে ভর্তি করা হয়েছে।”

ভিওডি বাংলা/ িএমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খাগড়াছড়ি-গুইমারার সহিংসতা নিয়ে সেনাবাহিনীর বিবৃতি
খাগড়াছড়ি-গুইমারার সহিংসতা নিয়ে সেনাবাহিনীর বিবৃতি
‘রাষ্ট্র সঠিকভাবে নয়, উল্টাভাবে চলছে’: জেড আই খান পান্না
‘রাষ্ট্র সঠিকভাবে নয়, উল্টাভাবে চলছে’: জেড আই খান পান্না
অমর একুশে বইমেলা স্থগিত
অমর একুশে বইমেলা স্থগিত