• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

আঞ্চলিক-বহুপাক্ষিক ফোরাম

সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-পাকিস্তান

   ৫ মার্চ ২০২৫, ০৮:৩৭ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এশিয়া প্যাসিফিক) রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকী বুধবার (৫ মার্চ) পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় উভয় পক্ষ পাকিস্তান থেকে বাংলাদেশে বেশ কয়েকটি বাণিজ্য প্রতিনিধি দলের সাম্প্রতিক সফরে সন্তুষ্টি প্রকাশ করে।

রাষ্ট্রদূত সিদ্দিকী বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার উদ্দেশে লেখা পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর চিঠি পররাষ্ট্র সচিবের কাছে হস্তান্তর করেন। এ সময় আঞ্চলিক-বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-পাকিস্তান, এমন আশা ব্যক্ত করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উভয় পক্ষ ২০২৪ সালের ডিসেম্বরে ডি-৮ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে কায়রো ও ২০২৪ সালের সেপ্টেম্বরে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে নিউইয়র্কে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার কথা স্মরণ করেন। তারা ২০২৪ সালের অক্টোবরে সামোয়ার অপিয়ায় কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকের সাইলাইনে পররাষ্ট্র উপদেষ্টা এবং উপ-প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকের কথাও স্মরণ করেন।

উভয় পক্ষই পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের গুরুত্ব নিয়ে আলোচনা করেন, যার শেষ বৈঠক ২০১০ সালে অনুষ্ঠিত হয়েছিল এবং যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক ২০০৫ সালে অনুষ্ঠিত হয়েছিল। আলোচনায় দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং বাণিজ্য ঘাটতি কমাতে সহযোগিতা জোরদার করার বিষয়েও আলোচনা করা হয়। উভয় পক্ষ পাকিস্তান থেকে বাংলাদেশে বেশ কয়েকটি বাণিজ্য প্রতিনিধি দলের সাম্প্রতিক সফরে সন্তুষ্টি প্রকাশ করে। বাংলাদেশ থেকে নির্দিষ্ট পণ্যের জন্য বাণিজ্য প্রতিনিধিদলের পাকিস্তান সফরের গুরুত্বের ওপর জোর দেয়। পর্যটন, জনগণের সঙ্গে যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সমস্যা এবং আন্তর্জাতিক ফোরামে সহযোগিতার ক্ষেত্রে সহযোগিতাও আলোচনা করা হয়।

সার্ক, ওআইসি এবং ডি-৮ এর মাধ্যমে আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার গুরুত্বও তুলে ধরা হয়। এ সময় অতিরিক্ত সচিবের (এশিয়া প্যাসিফিক) সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিক সুরক্ষা আইন ১ মাসেই বাস্তবায়ন সম্ভব
সাংবাদিক সুরক্ষা আইন ১ মাসেই বাস্তবায়ন সম্ভব
হাজী সেলিমের বাসা ঘিরে রেখেছে যৌথ বাহিনী
হাজী সেলিমের বাসা ঘিরে রেখেছে যৌথ বাহিনী
দুর্গাপূজা নিরাপদ, গুজব সৃষ্টির চেষ্টা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
দুর্গাপূজা নিরাপদ, গুজব সৃষ্টির চেষ্টা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা