• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

শপথ নিয়েই নিজ দপ্তরে নতুন শিক্ষা উপদেষ্টা

   ৫ মার্চ ২০২৫, ০৩:৪৬ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েই নিজ দপ্তরে এসেছেন নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। বুধবার (৫ মার্চ) বেলা ১২টার দিকে তিনি সচিবালয়ে যান। 

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে সাম্প্রতিক নানা ইস্যুতে তিনি কথা বলেন। এতদিন ধরে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টার দায়িত্ব পালন করে আসা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদও এসময় উপস্থিত ছিলেন। এখন তিনি শুধু পরিকল্পনার দায়িত্ব সামলাবেন।

ওয়াহিদউদ্দিন এ প্রসঙ্গে বলেন, যার কাছে দায়িত্ব দিচ্ছি আমি আশাবাদী। শিক্ষায় আশু সমাধান করতে হয়। আমি এখন অনেকটা ভারমুক্ত। পরিকল্পনার কথা এখানে বলছি না। পরিকল্পনায় আরো বেশি মনোযোগ দিতে পারবো।

তিনি জানান, মার্চের ১০ তারিখের মধ্যে দেশের সব জায়গায় বই পৌঁছে যাবে।

ওয়াহিদউদ্দিন বলেন, ১৫ বছরের বঞ্চনা এ বছরের বাজেট দিয়ে মেটানো সম্ভব নয়, অর্থাৎ অবসর ও কল্যাণ ভাতার সব টাকা এক বছরের বাজেট দিয়ে সবাইকে দেয়া সম্ভব নয়। তবে শুরু করা হবে। অন্য যে সুবিধাগুলো আছে তা দেবার বিষয়েও চলতি বছরের বাজেটে উল্লেখ থাকবে।

এসময় নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার তার পরিকল্পনাসহ অন্যান্য বেশ কিছু বিষয় তুলে ধরেন।

তিনি বলেন, এই দায়িত্ব পালন একটা চ্যালেঞ্জ। শিক্ষা বৈষম্যহীন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ। আত্ম উন্নয়নের পথে ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় মূল্যবোধ তৈরি করতে পারে শিক্ষা। এমন শিক্ষাব্যবস্থার ভিত্তি তৈরি করতে চাই যেন দেশের ভেতরেই সব শিক্ষার্থী নিজেদের ভবিষ্যৎ দেখতে পারে। এই সরকারের মেয়াদে বা সহসাই হয়তো হবেনা তবে ভিত্তিটা গড়ে তুলতে চাই।

এর আগে বেলা ১১টা ৬ মিনিটে বঙ্গভবনে সি আর আবরারকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠানের শুরুতেই প্রথমে শহীদদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়।

মঙ্গলবার (৪ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে বলেন, প্রফেসর ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেক দিন ধরেই বলছিলেন, উনি একসঙ্গে দুটি মন্ত্রণালয় কাজ করতে পারছেন না। যেহেতু উনি অ্যাডভান্সড স্টেজে, প্ল্যানিং মিনিস্ট্রিতে অনেক বড় দায়িত্ব ওনার। এ জন্য অধ্যাপক সি আর আবরার যুক্ত হচ্ছেন উপদেষ্টা পরিষদে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ মহাসপ্তমী, পূজামণ্ডপে নবপত্রিকা স্থাপনের আমেজ
আজ মহাসপ্তমী, পূজামণ্ডপে নবপত্রিকা স্থাপনের আমেজ
খাগড়াছড়ি-গুইমারার সহিংসতা নিয়ে সেনাবাহিনীর বিবৃতি
খাগড়াছড়ি-গুইমারার সহিংসতা নিয়ে সেনাবাহিনীর বিবৃতি
‘রাষ্ট্র সঠিকভাবে নয়, উল্টাভাবে চলছে’: জেড আই খান পান্না
‘রাষ্ট্র সঠিকভাবে নয়, উল্টাভাবে চলছে’: জেড আই খান পান্না