• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

ঈদে সিনেমা নিয়ে তিন নায়কের লড়াই

   ৪ মার্চ ২০২৫, ০৭:১৪ পি.এম.

ক্রীড়া প্রতিবেদক

ঈদের সিনেমার পরীক্ষিত নায়ক শাকিব খান। প্রতি ঈদেই তাঁর সিনেমা থাকে আলোচনার কেন্দ্রে। শাকিবও মনোযোগ দিয়েছেন শুধু ঈদ কেন্দ্রিক সিনেমায়। গত বছর ঈদ ছাড়া মুক্তি পাওয়া ‘দরদ’ সিনেমার ভরাডুবি জানান দিয়েছে কেন শাকিব ঈদের সিনেমা নিয়েই ব্যস্ত। আসছে রোজার ঈদে শাকিব খানকে দেখা যাবে ‘বরবাদ’ সিনেমায়। শাকিবের সঙ্গে নিজের দ্বিতীয় সিনেমা ‘দাগি’ নিয়ে আসছেন আফরান নিশো। দুই বছর আগে শাকিব খানের ‘প্রিয়তমা’র সঙ্গে প্রেক্ষাগৃহে লড়াইটা ভালো জমেছিল নিশোর ‘সুড়ঙ্গ’র। অনলাইনেও কথার লড়াইয়ে মেতে উঠেছিল দুই অভিনেতার ভক্তরা। এবার ঈদে তাঁদের সঙ্গে আরও আছেন সিয়াম আহমেদ। ‘জংলি’ দিয়ে সবাইকে চমকে দিতে প্রস্তুত এই অভিনেতা।

সবশেষ ঈদে মুক্তি পাওয়া ‘তুফান’-এর মতো এবারও অ্যাকশন নিয়ে ফিরছেন শাকিব। সম্প্রতি টিজার প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়েছে সিনেমার আনুষ্ঠানিক প্রচার। শুটিং শুরুর সময় থেকেই নির্মাতা হৃদয় জানিয়েছিলেন, বরবাদ সিনেমায় দেখা যাবে ভায়োলেন্স। টিজারে সেই আভাসটাই দিলেন নির্মাতা। শাকিব খান অভিনীত চরিত্রটি গ্যাংস্টার বাবার বখে যাওয়া সন্তান। টিজারে দেখা যায় সে ড্রাগ নিচ্ছে, তার বিরুদ্ধে আছে ধর্ষণের অভিযোগ, একের পর এক হত্যা করছে শত্রুপক্ষের লোকজনকে। রক্ত ছিটকে এসে লাগছে তার চোখমুখে। ভালোবাসার মানুষ নিতুকে পাওয়ার জন্য দুনিয়া বরবাদ করতেও রাজি সে। নিতু চরিত্রে অভিনয় করেছেন ইধিকা পাল। বরবাদে শাকিবের প্রতিদ্বন্দ্বী টালিউড অভিনেতা যীশু সেনগুপ্ত। তাঁকে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে। এতে আরও আছেন শহীদু্জ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ।

জংলি দিয়ে প্রায় দুই বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিয়ামের সিনেমা। সবশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল অন্তর্জাল। জংলি হয়ে সবাইকে চমকে দিতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি সিয়াম। চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতে প্রায় সাত মাস চুল-দাড়ি কাটেননি। শুটিংয়ের পুরোটা সময় চরিত্রের মাঝেই যাপন করেছেন সিয়াম। এতে আরও অভিনয় করেছেন শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি প্রমুখ। পোস্টার, গান, প্রি-টিজ দেখে ধারণা করা যায়, সিয়াম ও দীঘির মধ্যে থাকে প্রেমের সম্পর্ক। প্রেমিকার সঙ্গে ঘটে যাওয়া কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে বদলে যায় সিয়ামের জীবন। হয়ে ওঠে জংলি। সে সময় তার জীবনে আগমন হয় বুবলীর।

শাকিব ও সিয়ামের তুলনায় প্রচারে পিছিয়ে আছেন নিশো। এখনো সিনেমার কোনো ঝলক দেখা যায়নি। কয়েক দিন আগেই শেষ হয়েছে শুটিং। তবে এ নিয়ে চিন্তিত নন প্রযোজক শাহরিয়ার শাকিল। তাঁর মতে, সবাই মিলে একটি ভালো সিনেমা নির্মাণের চেষ্টা করছেন। হলে দর্শক নিরাশ হবেন না। দাগি পরিচালনা করেছেন শিহাব শাহীন। এতে আরও অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।

এই তিন নায়কের সিনেমার বাইরে মুক্তি পাচ্ছে সজল-ফারিয়া অভিনীত ‘জ্বিন থ্রি’। সিনেমাটির পরিচালক কামরুজ্জামান রোমান। গতকাল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সিনেমার পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এ ছাড়া ‘পিনিক’, ‘এশা মার্ডার’, ‘আতরবিবি লেন’সহ বেশ কয়েকটি সিনেমা ঈদে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লতা মঙ্গেশকর: বাংলাদেশের প্রতি ছিল বিশেষ টান
লতা মঙ্গেশকর: বাংলাদেশের প্রতি ছিল বিশেষ টান
অস্কারে যাচ্ছে বাংলাদেশের ‘বাড়ির নাম শাহানা’
অস্কারে যাচ্ছে বাংলাদেশের ‘বাড়ির নাম শাহানা’
“গাজায় চলছে গণহত্যা: সান সেবাস্তিয়ানে জেনিফার লরেন্স”
“গাজায় চলছে গণহত্যা: সান সেবাস্তিয়ানে জেনিফার লরেন্স”