১৬ বছর পর একসঙ্গে


বিনোদন প্রতিবেদক
‘তোরা দেখ, দেখ, দেখরে চাহিয়া কৃষক ক্ষেতে পানি দেয় গাজী পাম্প দিয়া’- বিজ্ঞাপনটি এখনও অনেকের মনে গেঁথে আছে। এতে অভিনয় করেছিলেন লোকগানের শিল্পী কুদ্দুস বয়াতি, অভিনেতা ডা. এজাজ ও চিত্রনায়িকা নাসরিন। এই ত্রয়ী আবারও এক ফ্রেমে আসছেন একই কাজের জন্য! ১৬ বছর পর আবারও এক হলেন তারা।
নতুন বিজ্ঞাপন প্রসঙ্গে নাসরিন বলেন, ‘১৬ বছর আগে আমরা একসঙ্গে গাজী পাম্পের বিজ্ঞাপনে কাজ করেছিলাম। এখন আবারও একই প্রজেক্টে একসঙ্গে কাজ করছি- এটা সত্যিই দারুণ লাগছে।’
নতুন বিজ্ঞাপনের ধারণা ও নির্মাণ কেমন হবে, তা এখনো পুরোপুরি প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, আগের জিঙ্গেলের সুর ও আবহ ধরে রেখেই আধুনিক প্রযুক্তির সঙ্গে মিলিয়ে নতুনভাবে নির্মাণ করা হচ্ছে বিজ্ঞাপনটি।
বিজ্ঞাপনটিতে কুদ্দুস বয়াতির কণ্ঠ থাকবে কি না, বা আগের মতোই একই ধরনের উপস্থাপনা থাকবে কি না- এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে শিল্পীদের দাবি, আগের জনপ্রিয়তা মাথায় রেখেই বিজ্ঞাপনটি তৈরি করা হচ্ছে, যাতে পুরনো দর্শকরা নস্টালজিক হন এবং নতুন প্রজন্মও এর প্রতি আগ্রহী হয়।
কৃষকদের জন্য তৈরি গাজী পাম্প তখনকার সময়ে যে জনপ্রিয়তা পেয়েছিল, তার একটি বড় কারণ ছিল এই তিনজন শিল্পীর অসাধারণ উপস্থিতি। দর্শকদের জন্য নতুন বিজ্ঞাপনটি কতটা আকর্ষণীয় হয়, সেটাই এখন দেখার বিষয়।
ভিওডি বাংলা/ এমএইচ