• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মা হচ্ছেন কিয়ারা আদভানি

   ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১০ পি.এম.

বিনোদন ডেস্ক
বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন। দাম্পত্য জীবনের দুই বছর পার করে খুশির খবর দিলেন তারা। তাদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। অর্থাৎ মা হতে যাচ্ছেন কিয়ারা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মা হতে যাওয়ার খবর জানিয়েছেন কিয়ারা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ খবর জানান তিনি। পোস্টটি সিদ্ধার্থকে ট্যাগ করেছেন কিয়ারা।

শিশুদের এক জোড়া মোজার ছবি পোস্ট করে এ অভিনেত্রী লেখেন, ‘জীবনের সব থেকে দামি উপহার।’ ওই মোজা জোড়া আবার রয়েছে সিদ্ধার্থ-কিয়ারার হাতের ওপর।

সেই পোস্টের মন্তব্যের ঘরে ভালোবাসা, শুভেচ্ছায় ভরিয়ে দিলেন বলিউডের সহকর্মীরা। বলিউত তারকা ফারহান আখতার, সঞ্জয় কাপুর, ইশান খট্টর থেকে শুরু করে অনেকেই সিদ্ধার্থ-কিয়ারাকে শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, সিদ্ধার্থ ও কিয়ারা ‘শেরশাহ’ সিনেমা করার সময়ে বিয়ের সিদ্ধান্তি নিয়েছিলেন। পরে ঘনিষ্ঠ আত্মীস্বজনদের সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়েন। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউটিউবে গুজব ছড়াচ্ছেন অহনা-সীমান্ত!
ইউটিউবে গুজব ছড়াচ্ছেন অহনা-সীমান্ত!
ডিভোর্সের ১২ বছর পর মহিমা, পাশে ষাটোর্ধ্ব সঞ্জয়!
ডিভোর্সের ১২ বছর পর মহিমা, পাশে ষাটোর্ধ্ব সঞ্জয়!
ইমরানের ক্যামিওতে ছেলের স্কুলজীবনে হাস্যরস!
ইমরানের ক্যামিওতে ছেলের স্কুলজীবনে হাস্যরস!