• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘স্বৈরশাসক বলেছি? আমি তো বিশ্বাসই করতে পারছি না’

   ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৪ পি.এম.
ফাইল ছবি

ভিওডি বাংলা ডেস্ক 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্পর্কে আগের মন্তব্য থেকে সরে এসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাত্র এক সপ্তাহ আগে, ট্রাম্প জেলেনস্কিকে ‘একজন স্বৈরশাসক’ বলে আখ্যায়িত করেছিলেন। 

বৃহস্পতিবার তিনি সেই মন্তব্য থেকে পিছিয়ে আসেন। এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেন, তিনি কি এখনো জেলেনস্কিকে স্বৈরশাসক মনে করেন? তখন ট্রাম্প বলেন, ‘আমি কি সেটা বলেছিলাম? আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি তা বলেছি।’ খবর ইউএসএ টুডের।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, তার আগে এ মন্তব্য করেন ট্রাম্প। বৃহস্পতিবার ট্রাম্প ব্রিটেনের প্রধানমন্ত্রী কির স্টারমারকে ওভাল অফিসে স্বাগত জানান, যেখানে তারা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। এ সময় ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধের প্রসঙ্গে আসে। ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার