রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদারক্রম নিয়ে রিভিউ


আদালত প্রতিবেদক
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদার ক্রম নিয়ে রিভিউ শুনানিতে সময় নিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি সকালে তার পক্ষে দুই সপ্তাহের সময় আবেদন করেন আইনজীবী। পরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে এর শুনানির কথা থাকলেও, সময় আবেদনের কারণে তা আর হয়নি।
এদিকে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারি অ্যাটর্নি জেনারেলরাও তাদের পদমর্যাদা বাড়াতে আবেদন করেছেন, যার শুনানিও একইসঙ্গে ছয় মার্চ হবে।
এসময় আদালতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের রিভিউ আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার নিহাদ কবির। মন্ত্রিপরিষদ সচিবের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দিন দোলন। আর রিভিউ আবেদনে পক্ষভুক্ত হওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এম. আবদুল কাইয়ূম।
ভিওডি বাংলা/ এমএইচ
১১০০ অস্ত্র উদ্ধার : ৯ দোকান কর্মচারী তিন দিনের রিমান্ডে
রাজধানীর নিউ মার্কেট এলাকার দোকান এবং গুদাম থেকে বিভিন্ন ধরনের …

পুলিশ হেফাজতে জনি হত্যা: হাইকোর্টের রায় আজ
রাজধানীর পল্লবীতে পুলিশি হেফাজতে নির্যাতনে গাড়িচালক ইশতিয়াক হোসেন জনি নিহতের …

সাবেক ডিএমপি কমিশনারসহ ৪ পলাতকের গ্রেপ্তারি পরোয়ানা
রামপুরায় এক যুবককে গুলি করে আহত ও দু’জনকে হত্যার মামলায় …
