সিনিয়র সচিব নাসিমুল গনি
‘পুলিশ বাহিনী পুনর্গঠন চলছে’


সিরাজগঞ্জ প্রতিনিধি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, বর্তমান সরকার একটি বিধ্বস্ত পুলিশ বাহিনী পেয়েছে। ভাঙ্গা থানা, সরঞ্জাম সংকট, অফিসার এবং পর্যাপ্ত কনস্টেবল নেই।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্টে অনুষ্ঠিত ৭ম কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্পের সমাপনী আনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা বিচার বিভাগসহ প্রশাসনের সকল মহলকে নিয়ে বসে কাজ করছি। বাহিনীকে পুনর্গঠনের চেষ্টা চলছে এবং এটি অনেক পরিশ্রমের কাজ বলেও জানান তিনি।
দেশের বিভিন্ন বিভাগে এটা নিয়ে কাজ করা হচ্ছে উল্লেখ করে এই সিনিয়র সচিব বলেন, আমরা ইতোমধ্যেই কয়েকটা বিভাগে গিয়েছি। এটা চলমান প্রক্রিয়া। আমরা আশা করছি ১০ রমজানের মধ্যেই দেশের সব জায়গা কাভার করে ফেলবো।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা অবস্থা কেমন দেখছেন গণমাধ্যমের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমিতো খুব খারাপ যে দেখছি তা তো না। চুরি-ডাকাতি যদি না হয় তাহলে পুলিশ রয়েছে কি করতে।
ভিওডি বাংলা/ এমএইচ