• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব

ছবির মতোই হোক এই বন্ধন : জয়

   ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০২ এ.এম.

বিনোদন ডেস্ক

আলোচিত-সমালোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘৩০০ সেকেন্ড’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে রয়েছেন।  এ অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রশ্নে করার জন্য হরহামেশাই সংবাদের শিরোনাম হয়ে থাকেন। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। 

এদিকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব তারকা জুটিকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে এক পোস্ট দিয়েছেন শাহরিয়ার নাজিম জয়। যেখানে জয় উল্লেখ করেছেন, ‘ছবির মতোই হোক এই বন্ধন।’

পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘অভিনন্দন। মেহজাবিন এবং আদনান আল রাজীব। ছবির মতোই হোক এই বন্ধন। মেহজাবিনের মত দুর্দান্ত সুন্দরী এবং নাম্বার ওয়ান অভিনেত্রীকে বিয়ে করার সাহস এবং সামর্থ্য আদনান আল রাজিব ছাড়া আর কার ই বা ছিল।’

প্রসঙ্গত, ২০১৯ সালে রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণিবিতানে মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপরই তাদের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। পরবর্তীতে এই জুটিকে কখনো কক্সবাজার আবার কখনো দেশের বাইরেও ঘুরতে দেখা গেছে।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউটিউবে গুজব ছড়াচ্ছেন অহনা-সীমান্ত!
ইউটিউবে গুজব ছড়াচ্ছেন অহনা-সীমান্ত!
ডিভোর্সের ১২ বছর পর মহিমা, পাশে ষাটোর্ধ্ব সঞ্জয়!
ডিভোর্সের ১২ বছর পর মহিমা, পাশে ষাটোর্ধ্ব সঞ্জয়!
ইমরানের ক্যামিওতে ছেলের স্কুলজীবনে হাস্যরস!
ইমরানের ক্যামিওতে ছেলের স্কুলজীবনে হাস্যরস!