• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশ এক আতঙ্কের রাজ্য: জিএম কাদের

   ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৪ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

দেশ যেন এক আতঙ্কের রাজ্য বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সোমবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে  এ কথা বলেন তিনি।

দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে বনানীস্থ কার্যালয় মিলনায়তনে পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে আলোচনা সভা, ফুলেল শুভেচ্ছা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল, মিষ্টি ও কেক নিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসেন জি এম কাদেরকে। এ সময় আনন্দঘন পরিবেশে নেতাকর্মীরা পার্টি নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

জি এম কাদের বলেন, ‌‘মারাত্মকভাবে বিপর্যস্ত দেশের আইন-শৃংখলা পরিস্থিতি। আইন-শৃংখলার এত নাজুক অবস্থা স্মরণকালে নেই বললেই চলে। শুধু রাজধানী নয়, সারাদেশেই মানুষ আতঙ্কে ঘুমাতে পারছে না। দেশ এখন চোর, ডাকাত আর ছিনতাইকারীর অভয়ারণ্য। দেশ যেনো এক আতঙ্কের রাজ্য। ’

তিনি বলেন, ‘আমরা আগেও বলেছি, অপারেশন ডেভিল হান্ট বিরোধীমত দমনে পরিচালিত হচ্ছে। নিরাপদ মানুষদের ধরে অন্যায়ভাবে হত্যা মামলায় অভিযুক্ত করা হচ্ছে। তাদের হয়রানী ও গ্রেপ্তার করা হচ্ছে। আর অপরাধীরা বুক চিতিয়ে অপরাধ করে বেড়াচ্ছে। রাজনীতিতে বিভাজন সৃষ্টি না করে সবাইকে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে সরকারের প্রতি আহ্বান জানাই। ’

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে : আবদুস সালাম
মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে : আবদুস সালাম
পেশিশক্তির রাজনীতি আর চলবে না : তাসনিম জারা
পেশিশক্তির রাজনীতি আর চলবে না : তাসনিম জারা
৪ ক্যাম্পাসে শিবিরের ভূমিধস জয় রহস্যজনক: নুরুল হক নুর
৪ ক্যাম্পাসে শিবিরের ভূমিধস জয় রহস্যজনক: নুরুল হক নুর