দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ: পার্থ


ভোলা প্রতিনিধি
দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ উল্লেখ করে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, দিন দিন জনগণের সাথে সরকারের জনসম্পৃক্ততা কম থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে এমন কাউকে দেয়া উচিত ছিল, সেখানে জনসম্পৃক্ততা বেশি হয়। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ভোলায় ৩ দিনের সফরে এসে সাংবাদিকদেরকে এসব কথা বলেন তিনি।
আন্দালিব রহমান পার্থ বলেন, সংস্কার হবে নির্বাচনমুখী। এটা দ্রুত করতে হবে যাতে নির্বাচন হয়। এটি নিয়ে কোনমতেই কালবিলম্ব করা যাবে না। গত ৬ মাস ধরে সরকারের যেভাবে চলছে তাতে দিন দিন মানুষের আস্থা হারিয়ে ফেলছে, তাই সংস্কার জনগণের কাছে অতি গুরুত্বপূর্ণ। দ্রুত তা সমাপ্ত করতে হবে।
তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে বিজেপি দল গোছাতে শুরু করেছে, রমজানে পরে আরও ব্যাপকহারে সারাদেশে দল গোছানোর কাজ শেষ হবে।
এ সময় তিনি প্রধান উপদেষ্টার বক্তব্যকে সমর্থন করে আগামীতে দেশের চলমান পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এর আগে ঢাকা থেকে রওনা দেয়ার পর দলের হাজার হাজার নেতাকর্মী বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে বরণ করে নিয়ে আসেন।
ভিওডি বাংলা/ এমএইচ
ধানমন্ডি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু গ্রেপ্তার
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ছাত্রলীগ নেতা মো. হৃদয় হাসান লাবলুকে …

দখলীয় নির্বাচন এ দেশের মানুষ আর গ্রহণ করবে না
জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোটের …

এনসিপির শীর্ষ নেতারা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে
শুধুমাত্র কক্সবাজারের ঘটনা নয় প্রতিনিয়ত এনসিপির শীর্ষ নেতারা মিডিয়া ট্রায়ালের …
