• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

দেশকে এগিয়ে নেওয়া আমাদের দায়িত্ব- তারেক রহমান

   ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৬ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

স্বৈরাচারী শেখ হাসিনার পালিয়ে যাওয়া প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার বহু আগের কথাই আজ সত্যি হলো। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন। অথচ তিনি (শেখ হাসিনা) বলেছিলেন ‘শেখ হাসিনা পালায় না’। কিন্তু বেগম খালেদা জিয়া বলেছিলেন, আওয়ামী লীগ লুটপাট করে, দেশকে ধ্বংস করে দিয়ে পালিয়ে যাবে। আজ সেটিই হলো। স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গেছে। এখন দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের সামনে অনেক কাজ। ছোটখাট বিষয় নিয়ে তর্কে না জড়িয়ে আসুন আমরা দেশ গড়ার কাজে এগিয়ে যাই। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা সার্কিট হাউজে খুলনা মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। এদিন সকালে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমান উল্লাহ আমান।

তারেক রহমান বলেন, ‘আমাদের কর্মকাণ্ডে যেন আর কোনো স্বৈরাচার অথবা যারা এদেশের ভালো চায় না তাদের কেউ সুযোগ না পায়, সেদিকে নজর রাখতে হবে। মনে রাখতে হবে, আমাদের দিকে দেশবাসী তাকিয়ে আছে। এজন্য বিএনপির প্রতিটি কর্মীকেই যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। থেমে থাকলে চলবে না। সামনে এগিয়ে যেতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে পদক্ষেপ নিতে আমাদেরকে নজর দিতে হবে। বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। এ কাজগুলো করতে হলে দেশের মধ্যে স্থিতাবস্থা আনতে হবে।

তিনি বলেন, ‘প্রতিটি নেতাকর্মীকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেদেরকে গড়ে তুলতে হবে। দায়িত্ব পাওয়ার পর প্রতিশ্রুতিবদ্ধ হয়ে সামনে এগিয়ে আসতে হবে। আপনার কাঁধে দেশের মানুষ দায়িত্ব অর্পণ করলে সে দায়িত্ব পালন করতে হবে যথাযথভাবে।’

আওয়ামী লীগ আমলে দেশের গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘বিএনপি যে একটি গণতান্ত্রিক দল সেটি এই সম্মেলনের মধ্যদিয়েই প্রমাণিত। যেভাবে খুলনা মহানগর বিএনপির সম্মেলন সফল হচ্ছে তেমনি আগামী দিনেও দেশের মানুষের সকল চাহিদা পূরণে বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে মূল লক্ষ্যই হবে দেশের জনগণ, দেশ এবং দেশের প্রত্যাশা অনুযায়ী দেশকে গড়ে তোলা।’ 

অভিযোগ করে তারেক রহমান বলেন, স্বৈরাচার আমাদেরকে খাদের কিনারে পৌঁছে দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাদের শাসনামলে দেশের মানুষ প্রায় সবাই নির্যাতিত ছিল। মিথ্যা মামলা, গুম, খুন দিয়ে হয়রানি করা হয়েছে। গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। চোদ্দশ’ মানুষ শহীদ হয়েছেন মুক্ত বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। তাদের প্রত্যাশিত দেশ গড়তে দরকার স্থিতিশীলতা।

নির্বাচনে ভোট ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দলে যতো বেশি গণতন্ত্রের চর্চ্চা করা হবে ততো ভালো মানুষ পর্যায়ক্রমে নেতৃত্বে আসতে পারবে। একই ভাবে দেশে গণতন্ত্র চর্চ্চা হলে দেশ ভালো নেতৃত্ব পাবে। গণতন্ত্রের স্বপক্ষের শক্তি হিসেবে বিএনপির প্রতিটি কর্মীকে অব্যাহতভাবে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে।

জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল খুলনাতে। অনেক বছর পরে আবারও খুলনায় কাউন্সিলে থাকতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তারেক রহমান। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে: দুদু
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে: দুদু
এনসিপির কাঁধে ভর করে ফসল ঘরে তুলল জামায়াত
এনসিপির কাঁধে ভর করে ফসল ঘরে তুলল জামায়াত
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা