• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পিছিয়ে নেই ডিজিটাল বইও

   ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৯ পি.এম.

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চলছে বাঙালির প্রাণের বইমেলা। বইমেলায় কাগুজে বইয়ের পাশাপাশি এবার নানা ধাঁচে হাজির হয়েছে ডিজিটাল বইও। এসবের মধ্যে আছে পিডিএফ, অডিও বুক, ই-পাব ইত্যাদি। মেলার বাংলা একাডেমি অংশে পাওয়া গেছে এমন একাধিক ডিজিটাল বইয়ের স্টল। রোববার সরজমিন মেলা ঘুরে দেখা যায়, বাংলা একাডেমি প্রাঙ্গণে কাব্যিক, বইটই, ইউর-ই-পাব, কাহিনী ও রকমারি ই-বুকের স্টল রয়েছে। কোনো প্রতিষ্ঠান দিচ্ছে অডিও বুকের সাবস্ক্রিপশন আবার কোনো স্টলে পাওয়া যাচ্ছে ই বুক, কিংবা বই লেখা ও সম্পাদনার সুযোগ। মেলায় অডিও বুক নিয়ে এসেছে কাব্যিক নামে একটি প্রতিষ্ঠান। মেলা উপলক্ষে ২১ টাকায় সাবস্ক্রিপশন বিক্রয় করছে তারা। এ ছাড়াও ষান্মাসিক ও বাৎসরিক সাবস্ক্রিপশনও পাওয়া যাবে তাদের স্টলে। এই সাবস্ক্রিপশনের বিনিময়ে ৩০০০ এরও বেশি অডিও বুক’র এক্সেস পাবেন পাঠকরা। 

সাবস্ক্রিপশন নেয়া পাঠকদের জন্য লটারির সুযোগ রয়েছে যাতে থাকছে নিশ্চিত উপহার। স্টলে থাকা সালমা বৃষ্টি জানান, আমরা মোটামুটি ভালো সাড়া পাচ্ছি। অনেকেই কিনছেন সাবস্ক্রিপশন। বইটই নামে আরেকটি প্রতিষ্ঠান রয়েছে মেলায়, মোবাইল অ্যাপস থেকে ই-বুক পড়ার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। মেলা উপলক্ষে ২০ টাকায় পাওয়া যাবে তাদের সাবস্ক্রিপশন। এছাড়াও স্টলের সঙ্গে থাকা স্পিনিং হুইল ঘুরিয়ে বাড়তি একটি বইয়ের ই-বুক পাবেন গ্রাহকরা। স্টলে থাকা শাহ মুহাম্মদ অর্ক বলেন, আমরা ই-বুক সরবরাহ করে থাকি, এতে আমরা পাঠকের কাছ থেকে কিছু কিছু বইয়ের জন্য টাকা নিয়ে থাকি তবে ৩০০ এরও অধিক ফ্রি বইও রয়েছে আমাদের এখানে। দাম কম। এ ছাড়াও প্রকাশনী ও লেখককেও আমরা রয়েলিটি দিয়ে থাকি। মেলার শুরু থেকে আমরা অনেক ভালো সাড়া পাচ্ছি। এদিকে পড়া তো বটেই, অডিও বুক ও পিডিএফসহ বই লেখা কিংবা সম্পাদনা করা যায় ইউর ই-পাব এ। এই স্টলটি মুলত একটি ডিজিটাল প্রকাশনা সংস্থার স্টল। 

সফটওয়্যারটি ব্যবহার করে বই লেখা যায়, বই পড়া ও মূল্যায়ন করা যায়। থাকছে অডিও ও ই-বুকেরও সুযোগ। স্টলের দায়িত্বে থাকা কামাল উদ্দিন জানান, আমরা এ বছর শুরু করেছি, অনেক ভালো সাড়া পাচ্ছি সকলে জানছেন আমাদের সম্পর্কে আমরা সামনে আরও ভালো কিছু দেয়ার চেষ্টা করবো। বইয়ের এ সকল ডিজিটাল সংস্করন সম্পর্কে মেলায় আসা দর্শনার্থী, জহিরুল ইসলাম খান জানান, বই পড়ার ফুরসত পাওয়া যায় না এই ব্যাস্ত  নাগরিক জীবনে। সারাদিন অফিসে কাজ করার পর বই পড়ার অভ্যাস জারি রাখতে তাই এই অডিওবুকের দিকে ঝুঁকছি। কানে হেডফোন গুঁজে অখন্ড মনযোগ ধরে রাখলে কম সময়েই বই পড়ে শেষ করা যায়। দামেও ব্যাপক সাশ্রয়ী।

ভিওডি বাংলা/ এম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত
হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত
বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত
বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত
বাংলা একাডেমি সংস্কার কমিটি থেকে পদত্যাগ করলেন ব্রাত্য রাইসু
বাংলা একাডেমি সংস্কার কমিটি থেকে পদত্যাগ করলেন ব্রাত্য রাইসু