দুই যুগের অপেক্ষার পর জাতীয় স্বীকৃতি পেলেন প্রিন্স মাহমুদ

ঘোষণা করা হয়েছে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা। ‘প্রিয়তমা’ সিনেমার জনপ্রিয় গান ‘ঈশ্বর’-এর জন্য সেরা সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন প্রিন্স মাহমুদ। এটিই তার ক্যারিয়ারের প্রথম জাতীয় পুরস্কার।
পুরস্কার পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে প্রিন্স মাহমুদ বলেন, “যে কোনো পুরস্কারই কাজের স্পৃহা বাড়িয়ে দেয়, একই সঙ্গে দায়িত্বও বাড়ায়। যত দিন সুস্থ থাকি, তত দিন আরও ভালো কাজ করার ইচ্ছা জেগে উঠল। ভালো কাজ করে যাওয়ার একটা বাসনা আজকের পর থেকে মনের ভেতরে গেঁথে গেল।”
তিনি বলেন, “২০০৩ সালে ‘কষ্ট’ সিনেমায় জেমসের গাওয়া ‘মা’ গানটি ব্যবহারের পর থেকেই শুনে আসছি—জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাব। ২০০৯ সালে ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ সিনেমায় লিমনের গাওয়া ‘জেলখানার চিঠি’ গান নিয়েও একই কথা শুনেছিলাম। এমনকি শুরুতে আমার নাম তালিকায় আছে—এমন খবরও পেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত পুরস্কার আর পাওয়া হয়নি। সেই অভিজ্ঞতা মনের ভেতরে এক ধরনের যন্ত্রণা তৈরি করেছিল।”
তিনি আরও বলেন, “এবারও ‘প্রিয়তমা’ মুক্তির পর থেকেই শুনছিলাম ‘ঈশ্বর’ গানের জন্য আমি পুরস্কার পাব। কিন্তু আগের অভিজ্ঞতার কারণে বিশ্বাস করতে পারছিলাম না। অবশেষে যখন পেলাম, তখন দুই যুগ ধরে ‘না’ শুনে অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে বিষয়টি চমকের মতো লেগেছে।”
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে প্রিন্স মাহমুদ বলেন, আপাতত সিনেমায় আর কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। “কিছু কাজ আগে থেকেই হাতে নেওয়া আছে, সেগুলো শেষ করতেই মনোযোগ দেব। নিজের কিছু গান করার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে সময় ও প্রয়োজনে যদি আবার সিনেমার জন্য কাজ করতে হয়, তখন দেখা যাবে। আপাতত আগের কাজগুলোকে মনপ্রাণ দিয়ে গুছিয়ে নিতে চাই,” বলেন তিনি।
ভিওডি বাংলা/ আ







