• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামায়াত আমির

জাতির ধাক্কায় ‘হ্যাঁ’ ভোটের কথা বলছে কেউ কেউ

নিজস্ব প্রতিবেদক    ৩১ জানুয়ারী ২০২৬, ১০:০৭ পি.এম.
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি

জাতির ধাক্কা খেয়ে এখন কেউ কেউ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর কেরানীগঞ্জে সাক্তা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, “আমরা আশ্চর্য হচ্ছি—যেদিকেই আগাতে চাই, একটি দল সামনে এসে বাধা দেয়। আমাদের সামনে এগোতে দেয় না, তার সাক্ষী এ জাতি। জুলাই সংস্কার প্রস্তাব নিয়ে আমরা বলেছিলাম গণভোট আগে হোক। তাহলে গণভোটও সুন্দর হবে, সংসদ নির্বাচনও সুন্দর হবে। কিন্তু তারা প্রথমে গণভোট মানতেই চায়নি।”

তিনি আরও বলেন, “চাপের মুখে গণভোট মানলেও পরে তারা শর্ত দেয়—একই দিনে হতে হবে। সেটিও মেনে নেওয়ার পর আবার বলে, তারা গণভোট মানে না। এতদিন চালাকির পর এখন জনগণ যখন জবাব চাইছে, তখন একটু একটু করে ‘হ্যাঁ’ বলতে শুরু করেছে। এ জাতি যাকে ধাক্কা দেয়, তাকে ছেড়ে দেয় না।”

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, “কেউ কেউ একসময় জুলাই শহীদদের তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, জুলাইকে স্বীকৃতি দিতে চায়নি। আবার যখন দেখেছে জুলাইয়ের সঙ্গে গোটা বাংলাদেশ মিশে গেছে, তখন বলছে—আমরাই জুলাইয়ের মাস্টারমাইন্ড।”

তিনি বলেন, “জুলাইকে সম্মান করার নামে চাঁদাবাজি, দুর্নীতি, নিরীহ মানুষের জমি দখল, মামলা বাণিজ্য কিংবা নারীর গায়ে হাত তোলা—এগুলো কখনোই জুলাইয়ের চেতনা হতে পারে না।”

ভিওডি বাংলা/ এম/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
প্রতিহিংসার রাজনীতি নয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
রাষ্ট্রের গুণগত পরিবর্তনে জনগণের দায়িত্ব বিএনপিকে বিজয়ী করা
রবিউল আলম রাষ্ট্রের গুণগত পরিবর্তনে জনগণের দায়িত্ব বিএনপিকে বিজয়ী করা