• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা

ফেনী প্রতিনিধি    ৩১ জানুয়ারী ২০২৬, ০৯:৪৮ পি.এম.
সংগৃহীত ছবি

ফেনীর রেলগেইট এলাকায় দুর্বৃত্তদের হামলায় এক ব্যাটারিচালিত অটোচালক নিহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মাসুদ (১৮) কুমিল্লার তিতাস উপজেলার জয়পুর গ্রামের নয়নের ছেলে। পেশায় তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রেলগেইট এলাকায় দুর্বৃত্তরা মাসুদকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। ঘটনাস্থলেই তিনি মারা যান। হামলার পর আসামিরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতালে নিহতের মায়ের হৃদয়বিদারক কান্নায় সেখানে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
নিহতের মা ভিওডি বাংলাকে অভিযোগ করে বলেন, তার ছেলেকে তার বন্ধুরাই কথা কাটাকাটির জেরে হত্যা করেছে। 

তিনি বলেন, ‘আমার ছেলে রিকশা চালিয়ে যা আয় করত, তারা সেটা দাবি করত। টাকা না দিলে হুমকি-ধামকি দিত। এই বিষয় নিয়ে প্রায়ই ঝামেলা হতো। শনিবার বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে আমার ছেলেকে কুপিয়ে মেরে ফেলেছে। আমি এর সঠিক বিচার চাই।’

স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডে জড়িতরা ঘটনার পর সমঝোতার চেষ্টা করছে। তবে এলাকাবাসী এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভিওডি বাংলা/ জহির আদনান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা
বন্ধুদের অনুদানে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী তহবিল ১৪ লাখ টাকা
বন্ধুদের অনুদানে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী তহবিল ১৪ লাখ টাকা
দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপির আছে
তারেক রহমান দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপির আছে