ক্ষমতার নয়
জনগণের অধিকার আদায়ের জন্য রাজনীতি করি: হাবিব

ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, ক্ষমতার নয়, রাজনীতি করি মানুষের জীবন বদলানোর, নিরাপত্তা নিশ্চিত করার এবং জনগণের অধিকার আদায়ের জন্য।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানী খিলগাঁও মডেল কলেজে সরকারি রিটার্নিং অফিসার এর উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকা-৯ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণ বিধি প্রতিপালন বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।
হাবিব বলেন, সাধারণ জনগণের যে কষ্ট ছোটবেলা থেকে এই পর্যন্ত আমি এই কষ্টগুলো দেখে আসছি। তাই আমি সবাইকে নিয়ে কাজ করার সুযোগ চাই। আমরা সবাই মিলে এই এলাকাকে গড়তে চাই। আমার চাওয়াটা ব্যক্তিগত নয়; এটি ঢাকা-৯ আসনের সবার চাওয়া। আমি মৌলিক অধিকার বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই।

তিনি বলেন, ঢাকা-৯ আসনের মানুষ মূলত নিম্ন ও মধ্যবিত্ত, যারা প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে রাজধানী সচল রাখলেও মানসম্মত স্বাস্থ্যসেবা, আধুনিক শিক্ষা ও নিরাপদ নাগরিক জীবন থেকে বঞ্চিত।
তিনি সুশাসন, উন্নয়ন ও জবাবদিহিমূলক রাজনীতিতে বিশ্বাস প্রকাশ করে বলেন, প্রশাসন জনগণের জন্য, জনগণ প্রশাসনের জন্য নয়' এই লক্ষ্যকে সামনে রেখে সব সেবামূলক প্রতিষ্ঠানকে জনমুখী করা হবে।
তার নির্বাচনী পরিকল্পনার মধ্যে উল্লেখযোগ্য হলো:
- মুগদা জেনারেল হাসপাতাল আধুনিকায়ন।
- জলাবদ্ধতা দূরীকরণ, খাল সংস্কার, কালভার নির্মাণ, প্রধান সড়ক প্রশস্তকরণ।
- সুশৃঙ্খল গণপরিবহন নিশ্চিত এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার নিয়মিত প্রতিরোধ কার্যক্রম।
- স্কুল-কলেজের মান উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণ, কারিগরি শিক্ষার সুযোগ বৃদ্ধি, কম্পিউটার ল্যাব স্থাপন।
- নারী-শিশুর নিরাপদ যাতায়াত, দরিদ্র ও প্রবীণদের সুরক্ষা, মাদকমুক্ত সমাজ, সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত।
হাবিবুর রশিদ হাবিব বলেন, আমরা শুধু প্রতিদ্বন্দ্বী নই, আমরা একজন অপরজনের সহযাত্রী। বিজয়ী হলে সকল প্রার্থীকে নিয়ে প্রযুক্তিভিত্তিকভাবে এলাকার উন্নয়নে কাজ করা হবে।
তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, জাতীয়ভাবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা এই এলাকায় বাস্তবায়ন করব। ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ সবাই মিলে ধানের শীষে দেশ গড়বো।
ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ







